মুম্বই, 12 মে:অভিনেত্রী পরিনীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন ধরে ৷ বেশ অনেকদিন ধরেই তাঁদের নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা চালাচ্ছে বিভিন্ন মহল ৷ শুধু তাই নয়, অনেক সংবাদ মাধ্যম তো এও দাবি করছে 13 মে সম্পন্ন হতে চলেছে তাঁদের বাগদানের অনুষ্ঠান ৷ এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি ।
এবার দেখা গেল অভিনেত্রীর বান্দ্রার বাড়িটিকে আলোর মালায় সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় যে সমস্ত ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে বাড়ির ব্যালকনিটি সাজানো হয়েছে আলোর রোশনাইতে ৷ আর এই আলোর মালা দেখে অনেকেই ধারণা করছেন এটা আসলে পরিনীতি-রাঘবের বাগদান পর্বের অনুষ্ঠানেরই তোরজোর ৷ সূত্রের খবর বলছে, আংটি বদল হবে শনিবার ৷ আর এই অনুষ্ঠানে প্রায় 150 জন অতিথি উপস্থিত থাকতে চলেছেন বলেও খবর ৷ রাজনীতি এবং বিনোদন জগতের অনেক পরিচিত মুখই উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে ৷