বিয়ের পর প্রথমবার ক্যামেরাবাজদের মুখোমুখি পরিণীতি রাঘব হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর:আরও অনেক সেলেবদের মতোই 'ডেস্টিনেশন ওয়েডিং' সেরেছেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া ৷ গতকাল অর্থাৎ, 24 সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে চারহাত এক হয় এই দম্পতির ৷ এরপর সোমবার সকালেই সামনে এসেছে তাঁদের বিবাহের বিভিন্ন ছবি ৷ মালাবদল থেকে সাত পাকে বাঁধা পরার প্রতিটি মুহূর্তই এখন ভাইরাল সোশালে ৷ সোমবারই প্রথমবার বিয়ের পর একসঙ্গে ক্যামেরার সামনে এলেন দু'জনে ৷
নৌকা থেকে ফেরিঘাট পেরিয়ে হেঁটে বাইরে আসার সময়ই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন এই নবদম্পতি ৷ রাঘবের পরনে এদিন ছিল সাদা শার্ট আর কালো ট্রাউজার ৷ চোখে ছিল মানানসই সানগ্লাস ৷ অন্যদিকে পরিণীতিকে দেখা গেল গোলাপি ক্রপ টপ আর ক্যাজুয়াল ডেনিম জিনসে ৷ হাতে হাত রেখে বাইরে আসার সময় পাপারাৎজিদের উদ্দেশে হাতও নাড়েন 'রাগনীতি' ৷
এর আগে সোমবার সকালে অভিনেত্রী ও তাঁর বেটার-হাফ নিজেই শেয়ার করেছিলেন তাঁদের বিয়ের ছবি ৷ তাঁদের রাজকীয় আয়োজনের কিছু ঝলক ধরা পড়েছিল সেখানেই ৷ তাঁদের বিবাহের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্ট তারকারা ৷ দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা তো ছিলেনই সঙ্গে ছিলেন ক্রীড়া ও রাজনৈতিক জগতের বেশকিছু চেনা মুখ ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ছাড়াও 'রাগনীতি'র বিয়ের সাক্ষী থাকেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, তাঁর স্ত্রী অভিনেত্রী গীতা বসরা, মণীশ মালহোত্রা এবং সানিয়া মির্জা ।
আরও পড়ুন:চোখে জল পরিণীতির, মেয়ের বিদায়ে আবেগঘন চোপড়া পরিবার
অভিনয়ের কথা বলতে গেলে আগামিদিনে পরিণীতিকে দেখা যাবে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিতে ৷ সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে পরিণীতিকে ৷ আগামী 6 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এছাড়া আগামীতে পরিণীতিকে দেখা যাবে 'চমকিলা' ছবিতেও ৷