পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aaliya on Nawazuddin Siddiqui: 'প্রতারক, দ্বিতীয় সন্তানকে স্বীকার করেননি', বিস্ফোরক দাবি নওয়াজের স্ত্রীর - Aaliya Siddiqui Instagram

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকী ৷ তিনি জানালেন, প্রতারণা করেছেন নওয়াজউদ্দিন ৷ আরও দাবি, তাঁদের দ্বিতীয় সন্তানকে গ্রহণও করেননি অভিনেতা (Nawazuddin Siddiqui Aaliya Siddiqui viral video ) ৷

Etv Bharat
নওয়াজের বিরুদ্ধে বিস্পোরক অভিযোগ আনলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকী

By

Published : Feb 11, 2023, 2:12 PM IST

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: যত দিন এগোচ্ছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে উঠছে ৷ ফের একবার স্বামীর নামে নতুন অভিযোগ প্রকাশ্যে আনলেন আলিয়া ৷ শুক্রবার সামাজিক মাধ্যমে আলিয়া একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সেখানে নওয়াজকে বাংলোর গেটের বাইরে দাঁড়িয়ে আলিয়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে (Nawazuddin Siddiqui Aaliya Siddiqui viral video )৷

ভিডিয়ো ছাড়াও, আলিয়া কয়েকটি নথি শেয়ার করেছেন । তাতে দেখা যায় নওয়াজের স্ত্রী হিসেবে তাঁর নামটি উল্লেখ করা হয়েছে ৷ দীর্ঘ একটি সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "18 বছর এমন একটা মানুষকে দিলাম যার কাছে আমার কোনও মূল্য নেই ৷" তিনি আরও জানান, 2004 সালে যখন নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত হয় তখন তাঁর কিছুই ছিল না ৷ তখন তাঁরা একটি এক কামরার ফ্ল্যাটে লিভ ইনে থাকতেন ৷ সেখানেও নওয়াজের ভাই শামসুদ্দিন সিদ্দিকীর সঙ্গেই তাঁদের থাকতে হত ৷

আলিয়া লেখেন, "সেই একটা ঘর, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা খুব সুখে ছিলাম ৷ আমি বিশ্বাস করতাম ও আমায় ভালোবাসে আর আমায় সারাজীবন সুখে রাখবে ৷ সে সময় ওর কাছে খাবার টাকাও থাকত না ৷ তাই আমি এবং ওর ভাই সবকিছু দেখাশোনা করতাম ৷" আলিয়া এও দাবি করেছেন যে নওয়াজ তাঁদের দ্বিতীয় সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করেছেন ৷

তিনি লেখেন, "আমাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার পর ও আমাকে ডিভোর্স দেয় ৷ তারপর বিচ্ছেদের পরেও তার সঙ্গে আবার আমি লিভ-ইনে থাকতে শুরু করেছিলাম ৷ এসময় আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় ৷ কিন্তু পরে আমি জানতে পারি ও আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করে না ৷ অথচ তখনও আমাদের বিচ্ছেদই হয়নি ৷"

আরও পড়ুন:জন্মদিনে 'মিমি ইন প্যারিস', দেখুন কী কী করছেন নেত্রী ?

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেছেন আলিয়া ৷ তিনি জানান, একটা সময় মায়ের দেওয়া ফ্ল্য়াট বিক্রি করে তিনি নওয়াজকে গাড়িও কিনে দিয়েছিলেন যাতে তাঁকে বাসে ঘুরতে না-হয় ৷ কিন্তু তার কথায়, এই অভিনেতা এখন 'পুরোপুরি বদলে গিয়ে একজন অমানুষ হয়ে গিয়েছেন ৷' নওয়াজকে প্রতারক বলেও উল্লেখ করেছেন তাঁর এই পোস্টে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details