পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ইরার গায়ে হলুদে রিনা-কিরণকে নিয়ে হাজির আমির, দেখা মিলল হবু-বধুরও - Aamir Khan

Ira Khan wedding: তুঙ্গে প্রস্তুতিপর্ব ৷ আর কয়েক ঘণ্টার মধ্যে প্রেমিক নুপুর শিখরের হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন আমির খানের মেয়ে ইরা খান ৷ মঙ্গলবার রাতে হয়ে গেল গায়ে হলুদ পর্ব ৷

Ira Khan spotted; Aamir Khan,
মঙ্গলবার রাতে হয়ে গেল গায়ে হলুদ পর্ব

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 11:17 AM IST

Updated : Jan 3, 2024, 11:24 AM IST

মুম্বই, 3 জানুয়ারি: আমির-কন্যা ইরা খান নতুন জীবন শুরু করতে চলেছেন প্রেমিক নুপুর শিখরের সঙ্গে ৷ ইরা-নুপুর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুধবার ৷ তার আগেই অবশ্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। চলছে 'প্রি-ওয়েডিং সেরিমনি' ৷ মঙ্গলবার রাতে গায়ে হলুদ পর্বে হাজির হন আমির খান ও তাঁর দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও ৷ ছিলেন ছেলে জুনায়েদও ৷ আর কিরণের সঙ্গে দেখা গেল আমিরের ছোট ছেলে আজাদকেও ৷

পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে গাড়ির ভিতরে দেখা গেল কিরণ এবং তাঁর পুত্রকে ৷ কিরণ নিজেকে সাজিয়েছিলেন এথনিক পোশাকে ৷ আজাদের পরণেও ছিল পাজামা-পাঞ্জাবি ৷ আমির এদিন বেশ হাসিমুখে পোজ দেন পাপারাৎজিদের জন্য় ৷ তাঁকে এথনিক পোশাকে দেখা যায়নি ৷ কালো টিশার্ট আর ট্রাউজার পরে ক্যাজুয়াল লুকে হাজির হন তিনি ৷ হাত জোড় করে নমস্কারও জানান ফটোগ্রাফারদের ৷

ইরা খানকেও মঙ্গলবার দেখা গেল পাপারাৎজিদের ভিডিয়োতে ৷ তিনি হাজির একেবারে নিজস্ব স্টাইলে ৷ কোনও মেকআপ ছাড়াই সাদা কালো টপ আর মিনি স্কার্টে ক্যাজুয়াল লুকে লেন্সবন্দি হলেন তিনি ৷ মিষ্টি হাসিতে পাপারাৎজিদেরও মন জয় করে নেন ইরা ৷ ঠিক যেমন তিনি মন জয় করেছেন নুপুরের ৷

নুপুর ছিলেন ইরার ফিটনেস ট্রেনার ৷ সেখান থেকেই গড়ে ওঠে তাঁদের সম্পর্ক ৷ গতবছর নুপুর তাঁকে বিয়ের প্রস্তাব দেন ৷ সেই মুহূর্তটিও ইরা শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে ৷ এরপর 18 নভেম্বর বাগদান সারেন তাঁরা ৷ সেই বাগদানের অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন তো বটেই উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকাও ৷ ছিলেন ফতিমা সেখ সানা, ইমরান খানের মতো অভিনেতা অভিনেত্রীরাও ৷ এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ইরা-নুপুর ৷ মুম্বইয়ের তাজ ল্যান্ড এন্ডসে বিয়ে সারতে চলেছেন তাঁরা ৷
আরও পড়ুন:

  1. সমালোচনা উড়িয়ে সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের; 400 কোটির ক্লাবে 'ডাঙ্কি'
  2. নতুন বছরের প্রথম দিনে প্রেমে মজলেন ভিক্যাট
  3. ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'
Last Updated : Jan 3, 2024, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details