পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Bhatt on Darlings: 'ডার্লিংস' নিয়ে কী বলতে গিয়ে ক্যামেরা দেখে চেপে গেলেন আলিয়া, দেখুন ভিডিয়ো ! - Alia Bhatt Darlings on Netflix

আলিয়ার পরবর্তী ছবি 'ডার্লিংস' প্রিমিয়ার হতে চলেছে নেটফ্লিক্সেই (Alia Bhatt Darlings on Netflix)৷ মঙ্গলবার এমনটাই জানালেন অভিনেত্রী প্রযোজক ৷

alia bhatt upcoming films
'ডার্লিংস' নিয়ে কী বলতে গিয়ে ক্যামেরা দেখে চেপে গেলেন আলিয়া, দেখুন ভিডিয়ো !

By

Published : May 24, 2022, 3:41 PM IST

মুম্বই, 24 মে :অভিনেত্রী আলিয়া ভাট মঙ্গলবার জানিয়েছেন প্রযোজক হিসাবে তাঁর প্রথম ছবি 'ডার্লিংস'-এর প্রিমিয়ার হতে চলেছে নেটফ্লিক্সেই (Alia Bhatt Darlings on Netflix) ৷ তাঁর সঙ্গেই ছবিটির যৌথ প্রযোজনার দায়িত্ব রয়েছে কিং খানের রেড চিলি এন্টারটেইনমেন্টের ওপর ৷ প্রযোজনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে 29 বছর বয়সি এই অভিনেত্রীকে ৷

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন আলিয়া ৷ ভিডিয়োতে দেখা যায়, ফোনে কথা বলছেন আলিয়া ৷ ফোনে তিনি বলেন, " হ্যাঁ তুমি শুনেছ না ? ডার্লিংস আসছে নেট...আরে এখানে নেটওয়ার্ক একদম ভাল নয় ..হ্যালো ? হ্যালো ?... ?" আসলে দেখা যায় ক্যামেরা হাতে কাউকে দেখেই কথা ঘোরানোর চেষ্টা করছেন তিনি ৷ এই প্রচারমূলক ভিডিয়োটিতে দেখা গিয়েছে অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদেরও ৷ যেমন শেফালি শাহ, বিজয় বর্মাদের একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ৷ নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাঁরাও ৷ আর তাতেই পুরো ভিডিয়োটি দারুণ মজার একটি প্রমোশনাল ভিডিয়ো হয়ে উঠেছে ৷

আরও পড়ুন : 22তম জন্মদিন, কেমন কাটালেন কিং খানের লিটল প্রিন্সেস ?

'ডার্লিংস' একটি ডার্ক কমিডি ৷ এই প্রজেক্টের হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করছেন লেখক জাসমীত কে রীন ৷ তবে নেটফ্লিক্সে ঠিক কবে প্রিমিয়ার হতে চলেছে এই ছবির তা এখনও সামনে আসেনি ৷ তবে এই ছবির জন্য গান লিখছেন প্রবীণ গীতিকার গুলজার ৷

ABOUT THE AUTHOR

...view details