পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anushka Sharma Cannes Debut: 'কান'-এর লাল গালিচায় প্রথমবার কেমন সাজে সাজবেন অনুষ্কা, অপেক্ষায় অনুরাগীরা - কান এর লাল গালিচায় দেখা যাবে অনুষ্কাকে

রবিবার ফ্রান্সের উদ্দেশ্য রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রথমবার কানের রেড কার্পেটে দেখা যাবে তাঁকে । সেই কারণেই রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Anushka Sharma Cannes Debut
'কান'-এর লাল গালিচায় দেখা যাবে অনুষ্কাকে

By

Published : May 21, 2023, 2:30 PM IST

হায়দরাবাদ, 21 মে: 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার লাল গালিচায় পা রাখতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। 16 মে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল । ইতিমধ্যেই প্রথমবার এই গালিচায় হেঁটেছেন সারা আলি খান, মানুষী চিল্লার, ঊর্বশী রাউতেলা, এষা গুপ্তারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন অনুষ্কা শর্মা। রবিবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' অভিনেত্রীকে। পাড়ি জমিয়েছেন ফেঞ্চ রিভেইরার উদ্দেশে।

রবিবার তাঁকে দেখা গিয়েছে ক্যাজুয়াল অথচ স্টাইলিশ এয়ারপোর্ট লুকে। অনুষ্কা পরেছিলেন কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি-শার্ট । সঙ্গে ছিল কালো স্লিং ব্যাগ। পোশাকের সঙ্গে মানানসই বেসবল টুপি ও স্টাইলিশ রোদ চশমা। গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। এই ছবি ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

অনুষ্কা শর্মা এই বছর 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে আত্মপ্রকাশ করতে চলেছেন। চলচ্চিত্রে নারীদের সম্মান জানাতে কেট উইন্সলেট এবং মানুষী ছিল্লারের সঙ্গে উপস্থিত ছাকবেন অনুষ্কাও। পাশাপাশি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের হয়ে কান-এর গালিচায় প্রতিনিধিত্ব করবেন 'পরি' অভিনেত্রী।

উল্লেখ্য, এই ব্র্যান্ডের তরফ থেকেই "লাইটস অন উইমেন" পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি কান শর্ট ফিল্মের অফিসিয়াল নির্বাচন থেকে প্রতিভাবান মহিলা শর্ট-ফিল্ম নির্মাতাদের স্বীকৃতিতে দেওয়া হবে। মহিলা পরিচালকদের সম্মান জানাতেই এই উদ্যোগ। পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসডর কেট; অনুষ্কার সঙ্গে 26 মে সিনেমা ডি ডেমেন ডিনারে এই বছরের বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণা করবেন। তবে তার আগে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন অনুষ্কার 'কান' লুক দেখার জন্য। ইতিমধ্যেই অন্য়ান্য বলি অভিনেত্রীরা নিজেদের ফ্যাশন স্টেটমেন্টে দুনিয়ার মন জয় করে নিয়েছেন। এবার পালা অনুষ্কার।

আরও পড়ুন: কেমন ছিল 'মিস ইউনিভার্স' হওয়ার জার্নি, জন্মদিনে ফিরে দেখলেন সুস্মিতা সেন

প্রসঙ্গত, অনুষ্কাকে দেখা যাবে দেশের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে। ছবির নাম 'চাকদা এক্সপ্রেস'। ছবি মুক্তির তারিখ এখনও সামনে না-আসলেও জানা গিয়েছে সম্ভবত আগামী বছর এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে এসে যাবে।

ABOUT THE AUTHOR

...view details