হায়দরাবাদ, 21 মে: 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার লাল গালিচায় পা রাখতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। 16 মে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল । ইতিমধ্যেই প্রথমবার এই গালিচায় হেঁটেছেন সারা আলি খান, মানুষী চিল্লার, ঊর্বশী রাউতেলা, এষা গুপ্তারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন অনুষ্কা শর্মা। রবিবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' অভিনেত্রীকে। পাড়ি জমিয়েছেন ফেঞ্চ রিভেইরার উদ্দেশে।
রবিবার তাঁকে দেখা গিয়েছে ক্যাজুয়াল অথচ স্টাইলিশ এয়ারপোর্ট লুকে। অনুষ্কা পরেছিলেন কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি-শার্ট । সঙ্গে ছিল কালো স্লিং ব্যাগ। পোশাকের সঙ্গে মানানসই বেসবল টুপি ও স্টাইলিশ রোদ চশমা। গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। এই ছবি ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
অনুষ্কা শর্মা এই বছর 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে আত্মপ্রকাশ করতে চলেছেন। চলচ্চিত্রে নারীদের সম্মান জানাতে কেট উইন্সলেট এবং মানুষী ছিল্লারের সঙ্গে উপস্থিত ছাকবেন অনুষ্কাও। পাশাপাশি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের হয়ে কান-এর গালিচায় প্রতিনিধিত্ব করবেন 'পরি' অভিনেত্রী।