পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কবে আসছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার-2 ? মুক্তির তারিখ ঘোষণা নির্মাতাদের - হৃতিক রোশন

War-2 Release Date: টাইগার-3'র সাকসেসের পর আসছে যশ রাজ ফিল্মসের অ্যাকশন থ্রিলার ওয়ার-2 ৷ কবে মুক্তি পাবে সিনেমাটি ৷ প্রকাশ করলেন ছবির নির্মাতারা ৷

War 2 Release Date
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 সিনেমা

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 9:18 PM IST

মুম্বই, 29 নভেম্বর: বক্স অফিসে ঝড় তুলেছে যশ রাজ ফিল্মস প্রযোজিত টাইগার-3 ৷ সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমার সাফল্যের পর অধীর আগ্রহে ওয়ার-2 অপেক্ষায় দর্শক ৷ টাইগার-3 ফিল্মের পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার-2 ৷ বুধবার নির্মাতারা জানিয়ে দিলেন, কবে আসছে এই সিনেমা ৷ যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে ৷

যশ রাজ ফিল্মসের তরফে অফিসিয়াল রিলিজের মাধ্যমে সিনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ আসন্ন স্পাই-থ্রিলার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে 2025 সালের 14 অগস্ট ৷ স্বাধীনতা দিবসের ছুটিতে হলে গিয়ে অ্যাকশন প্যাকড ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক ৷ এই সিনেমায় হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি ।

সিনে সমালোচক তরণ আদর্শ ইনস্টাগ্রামে 2025 সালে ওয়ার-2 সিনেমা মুক্তির খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত ওয়ার-2 নিঃসন্দেহে বক্স অফিসে ঝড় তুলবে । এক্স পোস্টে তিনি বলেন, "ওয়ার-2 মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ 2025 সালের স্বাধীনতা দিবসের ছুটিতে আসছে এই সিনেমা ৷ 14 অগস্ট 2025 সালের জন্য সকলে প্রস্তুত থাকুন ৷

টাইগার 3-এর ক্রেডিটের পরবর্তী দৃশ্যে পর্দায় যশ রাজ ফিল্মস হৃতিক রোশনের চরিত্রের আভাস দিয়েছে ৷ যা উত্তেজনা বাড়িয়েছে সিনেমা অনুরাগীদের মধ্যে । ওয়ার -2 হল 2019 সালের অ্যাকশন থ্রিলার ওয়ার-এর সিক্যুয়াল ৷ যেটিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর ।

বিপুল সাফল্য অর্জন করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ৷ মুক্তির এক সপ্তাহের মধ্যে 200 কোটি টাকা আয় করে এই সিনেমা ৷ এটি ছিল সেই বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার মধ্যে একটা । আগামিদিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন হৃতিক রোশন । অন্যদিকে জুনিয়র এনটিআরকে প্যান-ইন্ডিয়া ফিল্ম দেবরাতে সঈফ আলি খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে ।

আরও পড়ুন:

  1. নতুন পোস্টারে চমক! কবে মুক্তি পাবে 'ম্যায় অটল হু'; জানালেন পঙ্কজ ত্রিপাঠী
  2. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো
  3. প্রেক্ষাগৃহে ফাটল আতসবাজি! অনুরাগীদের 'গুণ্ডামি'তে আতঙ্কিত দর্শক, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details