পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Waheeda Rehman: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান - ওয়াহিদা রেহমান

Dadasaheb Phalke Lifetime Achievement Award: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান ৷ মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এ কথা ঘোষণা করেছেন ৷

Waheeda Rehman
ওয়াহিদা রহমান

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 1:26 PM IST

Updated : Sep 26, 2023, 1:51 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর:এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমান ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

তিনি বলেন, "ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রেহমানজিকে এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে, এই ঘোষণা করে আমি এক বিরাট আনন্দ ও সম্মান অনুভব করছি ।"

দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত ওয়াহিদা রহমান পেয়াসা, সিআইডি, গাইড, কাগজ কে ফুল, খামোশি এবং ত্রিশুল-সহ বহু সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন ৷ তাঁকে এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানের কথা নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

মন্ত্রী লিখেছেন, "এমন একটা সময়ে যখন সংসদে ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে, তখন তাঁকে এই আজীবন কৃতিত্বের পুরস্কারে ভূষিত করা ভারতীয় চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় মহিলার জন্য উপযুক্ত শ্রদ্ধাপ্রদান ৷ যিনি চলচ্চিত্রের দ্বারা মানবহিতৈষী এবং সমাজের বৃহত্তর মঙ্গলের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন । আমি তাঁকে অভিনন্দন জানাই এবং বিনীতভাবে তাঁর সমৃদ্ধ কাজের প্রতি আমার শুভেচ্ছা জানাই, যা আমাদের চলচ্চিত্র ইতিহাসের একটি অন্তর্নিহিত অংশ ৷"

আরও পড়ুন:আন্দামানের সমুদ্র সৈকতে গা ভাসালেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন

85 বছর বয়সি ওয়াহিদা রহমান 1955 সালের তেলুগু চলচ্চিত্র 'রোজুলু মারায়ি' এবং 'জয়সিমহা' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন । হিন্দি ফিল্মে তিনি ডেবিউ করেন 'সিআইডি'-তে ৷ 1956 সালে দেব আনন্দের এই চলচ্চিত্র বিপুল জনপ্রিয়তা লাভ করে ।

পাঁচ দশকেরও বেশি কর্মজীবনে কিংবদন্তি অভিনেত্রী বিভিন্ন ভাষায় 90টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন । তিনি রেশমা ও শেরা (1971) চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । ইতিমধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী । ওয়াহিদা রহমানকে শেষ দেখা গিয়েছিল 2021 সালে কামিং-অফ-এজ স্পোর্টস ড্রামা 'স্কেটার গার্ল'-এ ৷ (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Sep 26, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details