মুম্বই, 26 সেপ্টেম্বর:এতদিন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হতেন তিনি ৷ কিন্তু তিনি যে আদতেই সেরা, তার সবচেয়ে বড় সিলমোহরটা পড়ল 26 সেপ্টেম্বর, 2023 ৷ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান ওয়াহিদা রহমান ৷ ঘটনাক্রমে সম্মানটা এল এমন একদিনে যেদিন আবার জন্মশতবর্ষ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি দেব আনন্দের ৷
যে অভিনেতার বিপরীতে হিন্দি ছবিতে হাতেখড়ি, যে নায়কের বিপরীতে অভিনয় করে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সম্মান; সেই দেব আনন্দের জন্মশতবর্ষে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি আশি পেরনো অভিনেত্রী ৷ দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়ে ওয়াহিদা বলে উঠলেন, "আমি ভীষণ খুশি ৷ তবে খুশিটা দ্বিগুণ হয়েছে যেহেতু আজ দেব আনন্দের জন্মদিন ৷"
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবাধ বিচরণ বর্ষীয়ান অভিনেত্রীর ৷ বহুল প্রশংসিত এই অভিনেত্রী ভারতীয় সিনেমায় তাঁর অবদানের পুরস্কার স্বরূপ পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রী ৷ ঝুলিতে রয়েছে জোড়া জাতীয় পুরস্কার (রেশমা এবং শেরা ছবির জন্য) ৷ তবে মঙ্গলে তাঁর দাদাসাহেব সম্মান প্রাপ্তি সেলুলয়েডে ওয়াহিদার অবদানের বৃত্তটাকে যেন সম্পূর্ণ করল ৷