পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vivek Taunts Gandhi Family: করণ জোহরের ফিল্মে অভিনয় শুরু করা উচিত গান্ধি পরিবারের, কটাক্ষ বিবেকের

প্রিয়াঙ্কা গান্ধি বঢরার মন্তব্যকে একহাত নিয়ে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী বললেন, গান্ধি পরিবারের উচিত করণ জোহরের ফিল্মে (Vivek Taunts Gandhi Family) অভিনয় শুরু করা ৷

Vivek Taunts Gandhi Family ETV Bharat
বিবেক অগ্নিহোত্রী

By

Published : Mar 26, 2023, 8:10 PM IST

মুম্বই, 26 মার্চ: গান্ধি পরিবারের করণ জোহরের ফিল্মে অভিনয় করা উচিত ৷ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার তাঁর পরিবারের বলিদান নিয়ে সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করে এই ভাষাতেই গান্ধি পরিবারের (Gandhi family) প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Taunts Gandhi Family)৷

2019 সালের ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধি দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে 2 বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত ৷ এই নির্দেশের প্রেক্ষিতেই রাহুলের সাংসদ পদ খারিজ করে দিয়েছে লোকসভার সচিবালয় ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, নয়াদিল্লিতে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ রাজঘাটে সংকল্প সত্যাগ্রহে ভাষণ দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

তিনি বলেন, "আমার পরিবারের রক্তে এ দেশের গণতন্ত্র এসেছে । এ দেশের গণতন্ত্রের জন্য আমরা সব কিছু করব ।" কংগ্রেসের মহান নেতারা এ দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন বলে জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, "তাঁরা আজ পর্যন্ত আমাদের পরিবারকে অপমান করে আসছে এবং আমরা চুপ ছিলাম কিন্তু আর নয় । একজন মানুষকে আপনি কতটা অপমান করবেন ?" প্রিয়াঙ্কার প্রশ্ন, "ভগবান রাম, যাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল, তিনিও কি পরিবারতন্ত্রী ছিলেন ?"

আরও পড়ুন:'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' গেরুয়া অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

এই ইভেন্ট থেকে প্রিয়াঙ্কার বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপে প্রতিক্রিয়া জানিয়ে টুইট (Vivek Agnihotri tweets) করেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি টুইটে লেখেন, "পরিবার...পরিবার...পরিবার...আপনি কী করেছেন ? যদি পরিবারের প্রতি এতই নকল ভালোবাসা থাকে, তাহলে আমি পরামর্শ দিই যে গান্ধি পরিবারের করণ জোহরের ছবিতে কাজ শুরু করা উচিত । অন্তত পারিবারিক বাস্তুতন্ত্র মিলবে । আপনি কি জানেন করণ জোহরও ডুবে গিয়েছেন !" অন্য একটি টুইটে বিবেক লিখেছেন, "ভিকটিম কার্ডই অধিকারীদের প্রথম ও শেষ রক্ষাকবচ ।"

উল্লেখ্য, প্রায়শই ভারতীয় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে টুইট করেন বিবেক অগ্নিহোত্রী । এ বার তিনি নিশানা করেছেন গান্ধি পরিবারকে ৷

ABOUT THE AUTHOR

...view details