পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vivek Agnihotri New Film: জন্মদিনে নতুন ঘোষনা, ভ্যাকসিন তৈরির লড়াইকে ছবিতে তুলে ধরবেন বিবেক - The Vaccine War release date

পরিচালক বিবেক অগ্নিহোত্রী বৃহস্পতিবার তাঁর 49তম জন্মদিন পালন করছেন ৷ এবার তাঁর জন্মদিনে নতুন ছবির দিলেন বিবেক(Vivek Agnihotri new film) ৷ তাঁর নতুন ছবির নাম হতে চলেছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' (Vivek Agnihotri The Vaccine War)৷

Vivek Agnihotri New Film
জন্মদিনে নতুন ঘোষনা, ভ্যাকসিন তৈরির লড়াইকে ছবিতে তুলে ধরবেন বিবেক

By

Published : Nov 10, 2022, 4:00 PM IST

মুম্বই, 10 নভেম্বর: পরিচালক বিবেক অগ্নিহোত্রী বৃহস্পতিবার তাঁর 49তম জন্মদিন পালন করছেন ৷ এর আগে সারা দেশে রীতিমতো শোরগোল ফেলেছিল তাঁর শেষ ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ ছবিটি নিয়ে যেমন চর্চার অন্ত ছিল না তেমনই আবার একইসঙ্গে ব্য়বসায়িক ক্ষেত্রেও বেশ সফল হয়েছিল অনুপম খের-মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবিটি ৷ এবার জন্মদিনে তাঁর নতুন ছবির নাম ঘোষণা বিবেকের (Vivek Agnihotri new film) ৷ তাঁর এই নতুন ছবির নাম হতে চলেছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' (Vivek Agnihotri The Vaccine War)৷

বিবেক তাঁর জন্মদিনে করা একটি পোস্টে লেখেন, "'দ্য় ভ্যাকসিন ওয়ার'-এর সঙ্গে পরিচয় করুন (Vivek Agnihotri birthday)৷ এমন এক যুদ্ধের অবিশ্বাস্য সত্যি একটি গল্প যা আপনি জানেন না ৷ যা ভারত তার বিজ্ঞান, সাহস এবং মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে জিতেছে ৷" আগামী বছরে স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবি (The Vaccine War release date) ৷ হিন্দি, তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড় ছাড়াও মারাঠি, বাংলা, পঞ্জাবি, ভোজপুরি, ইংরেজি এবং গুজরাটি-সহ মোট 11টি ভাষায় মুক্তি পেতে চলেছে 'দ্য় ভ্যাকসিন ওয়ার' ৷ ছবিতে কারা অভিনয় করতে চলেছেন, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে কোভিড কাল এবং ভ্যাকসিন পর্বের গল্পই যে ফুটে উঠবে ছবিতে তা আর আলাদা করে বলে দেওয়ার অবকাশ থাকে না ৷

আরও পড়ুন:মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে আলিয়া

1973 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আজকের দিনে জন্ম বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ৷ 2005 সালে তাঁর পরিচালনায় হাতেখড়ি হয় ৷ তাঁর প্রথম পরিচালিত ছবির নাম 'চকোলেট' ৷ এরপর 'ধন-ধানা ধন গোল', 'হেট স্টোরি', 'জিদ', 'বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম', 'জুনুনিয়াত', 'দ্য তাসখন্দ ফাইলস', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মতো একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি ৷ সম্প্রতি দিল্লি দাঙ্গা নিয়ে 'দ্য দিল্লি ফাইলস' নামক একটি ছবি বানানোর কথাও ঘোষণা করেছিলেন বিবেক ৷

ABOUT THE AUTHOR

...view details