পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Virender Sehwag Gets Trolled: 'আদিপুরুষ' নিয়ে কটাক্ষ! প্রভাস-অনুরাগীদের তোপের মুখে সেহওয়াগ - Virender Sehwag tweet on Adipurush

'আদিপুরুষ' নিয়ে মন্তব্য করে ট্রলের মুখে পড়লেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ তাঁকে দু'পয়সার ক্রিকেটার' বলে অপমান প্রভাস ভক্তদের ৷

Virender Sehwag Gets Trolled
সেহওয়াগকে ট্রল করলেন প্রভাস ভক্তরা

By

Published : Jun 26, 2023, 9:29 PM IST

হায়দরাবাদ, 26 জুন: মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েছে পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' ৷ ভিএফএক্স থেকে সংলাপ, চরিত্রদের লুক থেকে কাহিনির বর্ণনা সমালোচনার মুখে পড়েছে সমস্ত কিছুই ৷ ছবি নিয়ে তৈরি হয়েছে হাজার হাজার মিমস ৷ এবার সিনেমা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ প্রাক্তন ওপেনার টুইটারে তাঁর মতামত জানিয়েছেন একেবারে নিজস্ব স্টাইলে ৷

টুইটারে কী লিখলেন বীরু:তাঁর ওয়ান লাইনারগুলির জন্য়ই সাধারণত ভীষণ জনপ্রিয় বীরু ৷ এবারও একলাইনেই তাঁর 'আদিপুরুষ' দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি ৷ সেহওয়াগ লিখেছেন, "আদিপুরুষ দেখকে পাতা চলা কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা!(অর্থাৎ আদিপুরুষ দেখে বুঝলাম কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল?)" তাঁর এই মতামত ভালোভাবে নেননি অনেকেই ৷ 2015 সালে মুক্তি পাওয়া 'বাহুবলী: দ্য বিগিনিং' থেকেই সারা দেশের আইকন হয়ে উঠেছিলেন প্রভাস ৷ সেই ছবির শেষে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল 'কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?'

প্রভাস ভক্তদের রোষের মুখে বীরু:প্রভাসের অনুরাগীরা কিন্তু শুরু থেকেই এই ছবি সমর্থন করে আসছেন ৷ এদিনও তাঁরা এই নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন ৷ অনেকেই সেহওয়াগকে রীতিমতো কটাক্ষ করেছেন তাঁর মন্তব্যের জন্য় ৷ কেউ লিখেছেন, "প্রভাস একজন অভিনেতা ৷ আদিপুরুষ ছবিতে যা দেখানো হয়েছে সেটা পরিচালকের দোষ ৷ অভিনেতাদের দোষ ধরবেন না ৷" অন্যদিকে আর একজন বলেন, "এই কারণেই এমএস ধোনি আপনাকে দল থেকে বাইরে বের করেছিল ৷" কারও কথায়, "আপনার প্রতি সম্মান হারালাম ৷" কেউ আবার লিখেছেন, "দু'পয়সার ক্রিকেটার বাহুবলী নিয়ে কথা বলছে ৷"

আরও পড়ুন:অরিজিতের কণ্ঠে রিক্রিয়েট হল পাকিস্তানি গান 'পাসুরি নু', মুক্তির পর শ্রোতামহলে মিশ্র প্রতিক্রিয়া

'আদিপুরুষ' ছবিতে রাঘবের চরিত্রে রয়েছেন প্রভাস এবং জানকীর চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন ৷ অন্য়দিকে হনুমানের ভূমিকায় রয়েছেন দেবদত্ত নাগে, লক্ষণের ভূমিকায় আর সবচেয়ে চর্চিত লঙ্কেশ রাবনের ভূমিকায় দেখা গিয়েছে সইফ আলি খানকে ৷ এই ছবি মুক্তি পর থেকে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে তা নয় ৷ টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছিল সমালোচনা ৷

ABOUT THE AUTHOR

...view details