হায়দরাবাদ, 1 মে: আজ বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার 35তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন । বিরাট তাঁর স্ত্রীর নানা মেজাজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সোহাগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারকা ক্রিকেটার লিখেছেন যে, এই 'কিউট ম্যাডনেস'-এর জন্যই অনুষ্কাকে এতটা ভালোবাসেন ৷
অনুষ্কার জন্মদিনে বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর স্ত্রীর একাধিক ছবি শেয়ার করেছেন ৷ সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একটি মিষ্টি ক্যাপশন ৷ তাঁর প্রিয় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোহলি তাঁদের ছুটির ডায়েরি থেকে বেশ কয়েকটি পাতা ধার করেছেন । তাঁদের বিচ হলিডের বেশ কিছু ছবি পোস্ট করেছেন বিরাট, যা তাঁদের ভক্তদের কাছে একটা বড় ট্রিট ৷ একটি ছবিতে সৈকত পোশাকে আগুন ঝরিয়েছেন অনুষ্কা ৷ আর বাকি ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছে তাঁর গালভরা চেনা হাসিতে ৷
অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তারকা লিখেছেন, "বেশি, কম এবং তোমার সমস্ত সুন্দর পাগলামিকে ভালোবাসি । শুভ জন্মদিন আমার সবকিছু ৷" তিনি পোস্টটি শেয়ার করার পরপরই অনুষ্কা ভাসোবাসা জানাতে মন্তব্য বিভাগে যান । তাঁকে উৎসর্গ করা বিরাটের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্কা একটি লাল হৃদয়ের ইমোজি দিয়ে একটি পারিবারিক ইমোটিকনও দেন ৷