হায়দরাবাদ, 5 মে: ভক্তদের আবারও একটা সুন্দর ট্রিট দিলেন ক্রিকেটার বিরাট কোহলি ৷ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি আদুরে ছবি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ বলিউডের অভিনেত্রী 1 মে তাঁর জন্মদিন সেলিব্রেট করেছেন ৷ সে দিনও স্ত্রীর সুন্দর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন বিরাট ৷ ভক্তদের আবারও অবাক করে দিয়ে বিরাট তাঁর সঙ্গে তাঁর লেডিলাভের আরও একটি ছবি পোস্ট করেছেন ৷ তার ক্যাপশনে প্রেমের একটি ইমোটিকন দিয়েছেন কোহলি ।
দেখেই বোঝা যাচ্ছে যে, ছবিটি একটি সাম্প্রতিক আউটিংয়ের ৷ মনে করা হচ্ছে যে, ডিনার ডেটে গিয়েছিলেন এই পাওয়ার কাপল ৷ শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে হার্ট ইমোজি দেন বিরাট কোহলি । সেই ছবিতে বিরুষ্কাকে একটি রেস্তোরাঁয় পোজ দিতে দেখা গিয়েছে ৷ এই ছবি পোস্ট করার পরই এর কমেন্ট বিভাগ ভক্তদের ভালোবাসায় বানভাসি হয়েছে ৷
অনুষ্কা আউটিংয়ের জন্য কমলা রঙের পোশাক বেছে নিয়েছিলেন ৷ আর বিরাট পরেছিলেন একটি কালো ফর্মাল শার্ট । ছবিতে স্ত্রীর কাঁধে হাত রেখেছেন বিরাট ৷ আর অনুষ্কা হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরায় ৷ পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে অনুরাগীরা লাল হৃদয় এবং আগুনের ইমোটিকন দিয়েছেন ৷ ভক্তরা মন্তব্য বিভাগে লিখেছেন, 'রাজা ও রানি।' কেউ লিখেছেন: 'প্রিয় দম্পতি' এবং 'কাপল গোল।'