মুম্বই, 6 জুলাই: কিছুদিন আগেই শেষ করেছেন 'আরিয়া' সিরিজের শুটিং ৷ তারপর থেকে আপাতত পরিবার ও মেয়েদের সময় দিচ্ছেন 'মিস ইউনিভার্স' সুস্মিতা সেন ৷ ছোট মেয়ে আলিশাকে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্যারিসে ৷ ভালোবাসার শহরে মেয়ের হাত ধরে কোমর দোলালেন মা সুস্মিতা ৷ তাও আবার আইকনিক আইফেল টাওয়ারের সামনে ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো আসতেই দর্শকদের মন জয় করেছে মা-মেয়ের মিষ্টি মুহূর্ত ৷
2000 সালে মাত্র 24 বছর বয়সে সুস্মিতা অ্যাডপ্ট করেছিলেন বড় মেয়ে রেনে-কে ৷ 2010 সালে তিনি অ্যাডপ্ট করেন তাঁর দ্বিতীয় কন্যা সন্তান আলিশাকে ৷ এখন সে অনেক বড় ৷ এবার আলিশা পাড়ি দিচ্ছে বিদেশে,পড়াশোনার জন্য ৷ এতবছর আগলে রাখার পর এবার সুস্মিতার থেকে দূরে যাচ্ছে আলিশা ৷ তাই তার আগে মেয়ের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে বঙ্গতনয়া ৷
প্রথমবার প্যারিস বেড়াতে গিয়েছেন আলিশা ৷ স্বাভাবিকভাবেই মা-মেয়ের কাছে এই বিদেশ সফর একটু বেশিই স্পেশাল ৷ মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের অলিতে-গলিতে ৷ সেই সব ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ৷ সেখানেই দেখা গিয়েছে, আইফেল টাওয়ারের সামনে মেয়ে আলিশার সঙ্গে মজাদার সময় কাটাচ্ছেন আরিয়া খ্যাত অভিনেত্রী ৷ ভিডিয়ো শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "ম্যাজিক্যাল আলিশা ৷ আমার সোনার প্রথম প্যারিস সফর, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে ৷ কীভাবে সময় বয়ে যায়... আমি সারাজীবন এই মুহূর্ত মনে রাখব ৷"