হায়দরাবাদ, 5 জুন: মায়ের পরেই স্থান দিদির ৷ খুনসুটি থেকে মারপিঠের পাশাপাশি মাতৃস্নেহ- দিদি মানেই সব পেয়েছির দেশ ৷ ছোটভাই একটু চোখের আড়াল হলেই দিদির মুুখে দেখা যায় উদ্বেগের ছায়া ৷ ব্যাপারটা খাটে সারা আলি খানের ক্ষেত্রেও ৷ অভিনেত্রী ঠিকই কিন্তু তিনি দিদিও তো বটে ৷ আর তাই ইব্রাহিমকে দেখতে না পেয়ে সম্প্রতি একটি ভিডিয়োতে সারা যে আচরণ করলেন তা ছুঁয়ে গিয়েছে অনেক নেটিজেনদের হৃদয় ৷ ভিডিয়ো দেখে অনেকেই বলছেন, দিদিদের কাছে ভাইরা চিরকাল ছোটই থেকেই যায় ৷
ঠিক কী রয়েছে এই ভিডিয়োতে? ভিডিয়োতে দেখা যায়, ভাইকে দেখতে না পেয়ে তাঁকে চিৎকার করে ডাকছেন সারা ৷ পাপারাৎজিদের তরফে ধেয়ে আসছে একাধিক প্রশ্ন? কেউ কেউ এও বোঝানোর চেষ্টা করছেন ইব্রাহিম এদিকেই রয়েছেন ৷ কিন্তু সারার তাতে কোনও ভ্রুক্ষেপই নেই ৷ তিনি ভাইয়ের নাম ধরে ডেকেই চলেছেন ৷ এরপরই রঙ্গমঞ্চে প্রবেশ ইব্রাহিম আলি খানের ৷ তাঁকে দেখেই একটু কপট রাগী ভঙ্গিতে সারা ইশারা করেন 'এবার গাড়িতে ওঠ' ৷ শুধু তাই নয়, ভাই কাছে আসতেই দরজা খুলে আগে তাঁকে গাড়ির ভিতর ঢুকিয়ে দেন ৷ তারপর 'কেয়ারিং' দিদি একেবারে নিজস্ব স্টাইলে এক মুখ হাসি নিয়ে পাপারাৎজিদের বলেন, "ছোটা ভাই হ্যায় মেরা ৷"