মুম্বই, 29 এপ্রিল : উরফি জাভেদ নিজের অদ্ভুত ফ্যাশনের জন্যই বিখ্যাত ৷ তবে এবার কি নিষিদ্ধ ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এই অভিনেত্রী ? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য় ৷ ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন কন্টেন্ট ক্রিয়েটার রোহিত গুপ্ত ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, উরফি একজন পরিচালকের অফিসে একটি ছবির জন্য কথা বলতে এসেছেন । আর সেখানেই ঘটে এই কাণ্ড ৷
অভিনেত্রী জানান, তাঁকে বলা হয়েছিল এটি একটি সিক্রেট প্রজেক্ট ৷ ছবিতে রণবীর কাপুর খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ৷ শুধু তাই নয়, নায়কের ভূমিকায় অভিনয় করবেন একজন বিদেশী এবং গান লিখবেন বাদশাহ ৷ যার জেরে প্রকল্পটি নিয়ে তাঁর আগ্রহ জন্মায় ৷ এখানে রোহিতও কাজ করেছেন আরেকজন পরিচালক হিসাবে ৷ যিনি উরফির হাতে কিছু অদ্ভুত সংলাপ তুলে দেন এবং তাঁকে জানান উগান্ডা থেকে আসছেন এই ছবির নায়ক ৷