পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK-Deepika in Jawan: আবারও বড়পর্দায় শাহরুখ-দীপিকার কেমিস্ট্রি, 'জওয়ান' শ্যুটিংয়ের গোপন ছবি ভাইরাল নেটপাড়ায়

খুব শীঘ্রই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ ছবিতে শাহরুখ খানের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ সম্প্রতি শুটিং সেটের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে ৷ শোনা গিয়েছে, জওয়ান ছবির গানের শুটিং-এ ছিলেন তাঁরা ৷ ব্যাকস্টেজের সেই ছবি ভাইরাল ৷

Etv Bharat
ফের পর্দায় শাহরুখ-দীপিকার অনস্ক্রিন কেমিষ্ট্রি

By

Published : Apr 18, 2023, 6:30 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: বলিউডের অন্যতম সাকসেসফুল জুটি ফের একবার আসতে চলেছেন পর্দায় ৷ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও দেখা যাবে একসঙ্গে ৷ শাহরুখ-কাজলের পর শাহরুখ-দীপিকা অনস্ক্রিন কেমেস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে ৷ 'ওম শান্তি ওম' থেকে 'পাঠান', প্রতিটি ছবিতে যখনই এই জুটি এসেছে পর্দায় ম্যাজিক তৈরি করেছেন ৷ শাহরুখের পরবর্তী ছবি 'জওয়ান'-এর একটি গানে দেখা যাবে এই জুটিকে ৷

সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল এই গানের শ্যুটিং শুরু ৷ যেটি কোরিওগ্রাফ করেছেন ফারহা খান ৷ সেই গানের শ্যুটিংয়ের কয়েকটা ছবি লিক হয়েছে সোশাল মাধ্যমে ৷ ম্যাচিং পোশাকে এই জুটির নাচের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ একটি ছবিটিতে দেখা গিয়েছে, ওপরে সাদা জামা ও কালো প্যান্ট ম্যাচিং করে পরেছেন বলিউড বাদশা ও মস্তানি দীপিকা ৷ শাহরুখের গলায় রয়েছে লাল রঙের একটি স্কার্ফ ও হাতে লাল রঙের জ্যাকেট ৷ অন্যদিকে দীপিকার হাতেও রয়েছে একই রঙের একটি জ্যাকেট ও গলায় স্কার্ফ ৷ অপর ছবিটিতে দেখা গিয়েছে, নাচের কোনও একটি মুভ করছেন দু'জনে ৷

আরও পড়ুন:'ফলের আশা না করেই কর্ম করা উচিত', বক্স অফিসে 'শকুন্তলম' মুখ খুবড়ে পড়তেই সামান্থার পোস্ট

নেটদুনিয়ায় এই ছবি আসতেই, কৌতুহলি হয়ে পড়েছেন অনুরাগীরা ৷ কবে আসবে এই গানের ঝলক তারই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলি বানাচ্ছেন 'জওয়ান' ৷ অ্যাকশনে ভরপুর এই ছবিতে শাহরুখের মুখে ব্যান্ডেজ বাঁধা ছবি ইতিমধ্যেই উন্মাদনা তৈরি করেছে অনুরাগীমহলে ৷ 'জওয়ান' মুক্তি পাবে চলতি বছরের জুনে ৷

শোনা গিয়েছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শেষ হবে ৷ 2021 এ শুরু হওয়া এই ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ মে-র প্রথম সপ্তাহেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'জওয়ান' ছবির টিজার ৷ 'জওয়ান' ছাড়াও শাহরুখ খানের 'ডানকি'-ও রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু ৷

ABOUT THE AUTHOR

...view details