হায়দরাবাদ, 18 এপ্রিল: বলিউডের অন্যতম সাকসেসফুল জুটি ফের একবার আসতে চলেছেন পর্দায় ৷ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আবারও দেখা যাবে একসঙ্গে ৷ শাহরুখ-কাজলের পর শাহরুখ-দীপিকা অনস্ক্রিন কেমেস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে ৷ 'ওম শান্তি ওম' থেকে 'পাঠান', প্রতিটি ছবিতে যখনই এই জুটি এসেছে পর্দায় ম্যাজিক তৈরি করেছেন ৷ শাহরুখের পরবর্তী ছবি 'জওয়ান'-এর একটি গানে দেখা যাবে এই জুটিকে ৷
সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল এই গানের শ্যুটিং শুরু ৷ যেটি কোরিওগ্রাফ করেছেন ফারহা খান ৷ সেই গানের শ্যুটিংয়ের কয়েকটা ছবি লিক হয়েছে সোশাল মাধ্যমে ৷ ম্যাচিং পোশাকে এই জুটির নাচের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ একটি ছবিটিতে দেখা গিয়েছে, ওপরে সাদা জামা ও কালো প্যান্ট ম্যাচিং করে পরেছেন বলিউড বাদশা ও মস্তানি দীপিকা ৷ শাহরুখের গলায় রয়েছে লাল রঙের একটি স্কার্ফ ও হাতে লাল রঙের জ্যাকেট ৷ অন্যদিকে দীপিকার হাতেও রয়েছে একই রঙের একটি জ্যাকেট ও গলায় স্কার্ফ ৷ অপর ছবিটিতে দেখা গিয়েছে, নাচের কোনও একটি মুভ করছেন দু'জনে ৷