পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'আপনার মতো হতে চাই', 'টুয়েলভথ ফেল' ছবির রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের - রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের

Vikrant Massey Praises Manoj Kumar Sharma: 'টুয়েলভথ ফেল' ছবির রিয়েল হিরো মনোজ কুমার শর্মাকে কুর্নিশ জানালেন বিক্রান্ত মেসি ৷ তিনি জানালেন, জীবনে তিনি মনোজের মতো মানুষ হতে চান ৷

VIKRANT MASSEY
টুয়েলভথ ফেল ছবির রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:24 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর: বিধু বিনোদ চোপড়া, 'মুন্না ভাই এমবিবিএস', 'পিকে', 'থ্রি ইডিয়টস'-এর মতো একাধিক জনপ্রিয় ছবির নির্মাতাদের তালিকায় নাম রয়েছে তাঁর ৷ তবে বর্তমানে তিনি প্রচারের আলোয় উঠে এসেছেন তাঁর 'টুয়েলভথ ফেল' ছবির জন্য় ৷ ছবির মূল লাইন একটাই 'রিস্টার্ট' ৷ অর্থাৎ নতুন করে আবার শুরু করার সুযোগ থাকে সব বয়সেই ৷ ঠিক যেমন করেছিলেন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা ৷ মনোজের জীবনের ওপর আধারিত এই কাহিনি প্রশংসা কুড়িয়েছে সকলের ৷ বক্স অফিসেও সফল এই কাহিনি ৷ মনোজের লড়াই মন ছুঁয়ে গিয়েছে সকলের ৷ মঙ্গলবার ছবির আসল নায়ককে প্রশংসায় ভরালেন 'রিল লাইফ মনোজ' বিক্রান্ত মেসি ৷

বিক্রান্ত এদিন সোশালে শেয়ার করেছেন তাঁর এবং মনোজ শর্মার একটি ছবি ৷ ছবির ক্যাপশানে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "যাঁরা কথা অনুযায়ী কাজ করে খুব কমই এমন লোকের সঙ্গে দেখা হয় ৷ সাফল্য়-ব্যর্থতা যাই আসুক না কেন তাঁদের পা মাটিতেই থাকে ৷ তাঁরা হৃদয়বান আর সবসময় মাথা উঁচু করে বাঁচেন ৷ আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল ৷ আপনি ছিলেন তাই এই ছবিটা বাস্তব হয়ে উঠতে পেরেছে ৷ আমাদের দেখা হওয়ার আগেই বইয়ের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষকে অনুুপ্রেরণা দিয়েছেন ৷ হিন্দি সাহিত্যে ইতিমধ্য়েই বইটা একটা ক্লাটক্লাসিক হয়ে গিয়েছে ৷ "

তিনি আরও লেখেন, "আমার সঙ্গে আপনার দেখা হওয়ার পর, দীর্ঘ সময় কাটানোর পর আর আপনার পরিবারের সঙ্গে কথা বলার পর এখন আমি জানি কেন (বইটি এত সফল)৷ আপনি শুধু আমায় রিস্টার্ট মোমেন্টটা খুঁজে দেননি ৷ পাশাপাশি আমি পেয়েছি একজন দাদা এবং একজন মেন্টরকে ৷ সেই মানুষ হয়ে ওঠার একটা ব্লু প্রিন্টও পেয়েছি যা আমি হতে চাই ৷ ছবিতে যেমন মনোজ দূষন্ত্য সিংকে বলেন, স্যার আমি আপনার মতো হতে চাই ৷ আপনাকে জানার পর, বারবার এই কথা বলার পরেও আমি আবার বলতে চাই স্য়ার আমি আপনার মতো হতে চাই ৷"

মনোজ শর্মার কাহিনি নিয়ে তৈরি এই ছবি তুলে ধরে দ্বাদশ শ্রেণিতে ফেল করা এক ছাত্রের অদম্য লড়াইয়ের কাহিনি ৷ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ছেলেটি প্রথমে আইপিএস-এর অর্থই ঠিকমতো জানত না ৷ কিন্তু অদম্য পরিশ্রমে সে নিজেকে তুলে ধরে লড়াইয়ের ময়দানে ৷ ইতিমধ্যেই 35 কোটিরও বেশি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷

আরও পড়ুন:

  1. এবার মেয়ের সঙ্গে জুটিতে শাহরুখ! বাঙালি পরিচালকের ছবিতে সুহানার সঙ্গে অভিনয় কিং খানের
  2. সিংহমের গর্জনে মাতোয়ারা নেটপাড়া, সলমন শাহরুখের পর অজয়ের ছবি নিয়ে তুঙ্গে উত্তেজনা

ABOUT THE AUTHOR

...view details