মুম্বই, 30 সেপ্টেম্বর: দেশ এবং বিদেশ জুড়ে মোট 5640টি স্ক্রিনে শুক্রবার মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা' (Vikram Vedha Movie Screening )৷ হৃতিক রোশন এবং সইফ আলি খানের এই ছবি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরণ আদর্শের মতো সমালোচকরা ৷ তাঁদের রিভিউ অনুযায়ী, পর্দায় সইফ-হৃতিকের 'টম অ্যান্ড জেরি' ব্য়াটেল বেশ জমে উঠেছে ৷ তবে দর্শকরা কেমন ভাবে নেন এই ছবিটিকে তা জানা যাবে আজ থেকেই ৷ যদিও নেটপাড়তেও উচ্ছ্বাস কম নেই এই নিয়ে ৷
ছবিটি ভারতে 4007টি স্ক্রিনে এবং 104টি দেশের মোট 1633টি স্ক্রিনে মুক্তি পাবে (Vikram Vedha released worldwide)। এই ছবির প্রি বুকিংও বেশ ভালো বলেই খবর (Vikram Vedhas record number of screens )৷ তাই প্রথম দিনের আয়ের ক্ষেত্রে রেকর্ড হতে পারে বলে অনুমান করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা । উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-সহ 22টি ইউরোপীয় এবং 27টি আফ্রিকান দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা' ৷ আদতে এটি তামিল ছবি 'বিক্রম বেদ'-এর হিন্দি রিমেক এটি। পরিচালক পুস্কর এবং গায়েত্রীর হাত ধরে টি সিরিজের ব্যানারে মুক্তি পাবে এই ক্রাইম থ্রিলার ৷