কলকাতা, 19 জুন:আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' ৷ আগামী 30 জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অরিত্র সেন পরিচালিত এই ছবি ৷ এর আগে ছোটপর্দার জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন বিক্রম-শোলাঙ্কি ৷ 'ইচ্ছেনদী' ধারাবাহিকে তাঁদের রসায়ন ছিল জনপ্রিয় ৷ এবার বড় পর্দায় একসঙ্গে ডানা মেলবেন দু'জনে ৷ আর সেই ছবির প্রচার নিয়েই এখন মাথার ঘাম পায়ে ফেলছেন এই তারকা জুটি ৷ ঠিক যেমন রোদ ঝলমলে সোমবারের সকালে কলকাতার বইপাড়ায় দেখা মিলল দু'জনের ৷
হ্য়াঁ ন্যাশান্যাল রিডিং ডে উপলক্ষ্যে এভাবেই প্রচারে নতুন চমক আনলেন বিক্রম-শোলাঙ্কি ৷ এদিন কলেজস্ট্রীট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে বিক্রম লেখেন, "ন্যাশান্যাল রিডিং ডে উদযাপন করতে হাজির বইপ্রেমীদের স্বর্গ কলেজস্ট্রীটে ৷" সোমবার শোলাঙ্কি-বিক্রম দু'জনকেই দেখা গেল বই নিয়ে মজে থাকতে ৷ রাস্তার দু'পাশে ছড়িয়ে থাকা বইয়ের স্টল থেকে বিভিন্ন বই নেড়ে চেড়ে দেখলেন তাঁরা ৷