হায়দরাবাদ, 9 জুলাই: দক্ষিণী সুপারস্টার বিক্রমের অনুরাগীদের জন্য় শুক্রবার দিনটা কেটেছে ব্যাপক উদ্বেগে ৷ হৃদরোগে আক্রান্ত অভিনেতাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এমন খবরে অনুরাগীমহলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে (South Actor Vikram Cardiac Attack ) ৷ 56 বছর বয়সি এই অভিনেতা শুক্রবার তাঁর আসন্ন ফিল্ম 'পোনিয়িন সেলভান পার্ট 1'-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন । তারপরই হঠাতই এমন খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ফ্যানেরা ৷
শেষ পর্যন্ত তাঁদের আশ্বস্ত করলেন বিক্রম-পুত্র ধ্রুব ৷ নিজের ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, "প্রিয় অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা, বাবা বুকে হালকা যন্ত্রণা এবং অস্বস্তি অনুভব করছিলেন সেই অনুযায়ীই তাঁর চিকিৎসা করানো হয়েছে ৷ বেশ কিছু খবরে ভুল তথ্য দেওয়া হয়েছে, তিনি কোনওভাবেই হৃদরোগে আক্রান্ত হননি (Vikram Did Not Have a Cardiac Arrest) ৷ আমরা এই ধরণের জল্পনার খবরে রীতিমতো হতাশ ৷ এত কথা বলার পর আমার একটাই অনুরোধ আপনারা তাঁকে এবং আমাদের পরিবারকে আপাতত ব্যক্তিগত সময় কাটাতে দিন ৷ চিয়ান এখন একেবারেই সুস্থ রয়েছেন ৷ তাঁকে একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে ৷"