কলকাতা, 25 মে: দর্শকের প্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy) ফের জুটি বাঁধতে চলেছেন পর্দায় । ছোট নয়, বড় পর্দায় । পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর ব্যানারে আসবে 'শহরের উষ্ণতম দিনে' নামক ছবিটি । পরিচালনায় অরিত্র সেন । ক্যামেরায় বাসুদেব চক্রবর্তী ।
এই ছবির মাধ্যমে পাক্কা পাঁচটি বছর পর ফের স্ক্রিন শেয়ার করবেন ছোট পর্দার একসময়ের হিট জুটি অনুরাগ এবং মেঘলা, থুড়ি বিক্রম এবং শোলাঙ্কি (Vikram Solanki)। 'ইচ্ছে নদী' ধারাবাহিকের মাধ্যমে প্রথম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় শোলাঙ্কির । জুটি হিসেবে পেয়েছিলেন সেই সময়ের টেলি ক্রাশ বিক্রমকে । দুজনের জুটিতে মজেছিল টেলি দর্শক । আর এ বার তাঁদের দেখার পালা বড় পর্দায় ।
সোমবার সোশ্যাল মিডিয়ায় দুজনেই নিজেদের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেন । দুজনের মধ্যে চলে দেদার খুনসুটি, ঝগড়া । নতুন এই ছবির শুটিং শুরুর খবর দিতেই তাঁদের এই ভিডিয়ো । কার নাম আগে বলা হবে বিক্রম-শোলাঙ্কি নাকি শোলাঙ্কি-বিক্রম - এই নিয়েও চলে বেশ কিছুক্ষণ তর্জা । একটা সময় ঝগড়া এমন পর্যায়ে ওঠে যে, শোলাঙ্কি গলা টিপে ধরেন বিক্রমের । সবটাই মজার ছলে অবশ্য ।