পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vikram Sohini Omor Shongi: নতুন ছবিতে 'অমরসঙ্গী' বিক্রম-সোহিনী - Vikram Sohini Omor Shongi

এবার বিক্রমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সোহিনী ৷ আসছে নতুন ছবি 'অমরসঙ্গী' ৷ দেখুন ছবির চরিত্রদের প্রথম লুক ৷

Pic Sohini Sarkar Facebook
আসছে বিক্রম সোহিনীর নতুন ছবি

By

Published : Aug 21, 2023, 9:52 PM IST

Updated : Aug 21, 2023, 10:35 PM IST

কলকাতা, 21 অগস্ট: বিক্রম চট্টোপাধ্যায় এখন বাংলা বিনোদনের জগতে বেশ চেনা মুখ ৷ সম্প্রতি বেশ সাফল্য পেয়েছে তাঁর 'শহরের উষ্ণতম দিনে' ছবিটি ৷ শোলাঙ্কি রায়ের সঙ্গে তাঁর কেমিস্ট্রি ভালোই লেগেছে দর্শকের ৷ এবার তিনি জুটি বাঁধছেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে ৷ ছবির নাম 'অমরসঙ্গী' ৷ 'অমরসঙ্গী' ছবির কথা বললেই চোখে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ ৷ বাংলায় বানিজ্যসফল ছবির তালিকায় প্রথমের দিকেই উঠে আসবে এই ছবির নাম ৷ পরিচালক ছিলেন সুজিত গুহ ৷ 'ফিলগুড' এই ছবির সঙ্গে নতুন 'অমরসঙ্গী' ছবিরও কি কোনও যোগ রয়েছে ৷ তা জানা যাবে সময় এলেই ৷ তবে এবার সামনে এল বিক্রম-সোহিনীর ফার্স্ট লুক ৷

ছবির ফার্স্ট লুক ফেসবুকে শেয়ার করে আজ সোহিনী লেখেন,"অমরসঙ্গী ছবির প্রথম লুক ৷ বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন কাজ ৷" দু'জনের যে লুক সামনে এসেছে তাতে বোঝা যায় বেশ রোম্যান্টিক হতে চলেছে এই গল্পটি ৷ একটি ছবিতে দেখা যায়, বিক্রম কাঁধে তুলে নিয়েছেন সোহিনীকে ৷ আর অন্য ছবিতে সোহিনী চুমু এঁকে দিচ্ছেন বিক্রমের গালে ৷ বোঝাই যায় এই দুই প্রেমিক-প্রেমিকাকে ঘিরেই তৈরি হবে ছবি ৷

বিক্রমের সঙ্গে জুটিতে সোহিনী

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দিব্য চট্টোপাধ্যায় ৷ একেবারে অন্য ধরনের এই জুটিকে তিনিই নিয়ে আসছেন পর্দায় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এটাই দিব্যর প্রথম বাংলা ছবি ৷ এর আগে বলিউডে অবশ্য় কাজ করেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই বিক্রম-সোহিনীকে একফ্রেমে দখে খুশি দর্শকরাও ৷

আরও পড়ুন:400 কোটির ক্লাবের কাছে সানি, নয়া মাইলফলকের সামনে 'ও মাই গড 2'

এর আগেই মধুমিতা সরকারের সঙ্গে তাঁর নতুন ছবির প্রথম পর্বের শুটিং শেষ করে ফেলেছেন বিক্রম ৷ অরুণাচলপ্রদেশে হয়েছে শুটিং ৷ ছবির পরিচালক শিলাদিত্য় মৌলিক ৷ আর ছবির নাম 'কে প্রথম কাছে এসেছি' ৷ এই ছবিতে তাঁর রোম্যান্টিক রসায়ণ গড়ে উঠেছে মধুমিতার সঙ্গে ৷ নতুন ছবিতে দু'জনকেই নতুন করে প্রমাণ করতে হবে নিজেদের ৷ একথা সত্যি সোহিনী-বিক্রম জুটির ক্ষেত্রেও ৷

Last Updated : Aug 21, 2023, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details