হায়দরাবাদ, 12 মে: বিজয় বর্মা এখন হিন্দি সিনেমার অত্যন্ত পরিচিত মুখ ৷ ওটিটি হোক বা বড় পর্দা তাঁর পারফরম্যান্স বারবার নজর কেড়েছে সকলের ৷ এই মুহূর্তে সোনাক্ষী সিনহার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন 'দাহাড়' ওয়েব সিরিজে ৷ তবে শুধু অভিনয় জীবন নয়, তাঁর ব্যক্তিগত জীবনও সমান চর্চিত ৷ 'ডার্লিংস' খ্যাত এই অভিনেতার নাম জড়িয়েছে তমন্না ভাটিয়ার সঙ্গে ৷ একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এই জুটি এবার বাস্তবেও কি জুটি বাঁধবেন ? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ভেসে আসে অভিনেতার দিকে ৷ এবারও ডেটিংয়ের গুজব নিয়ে তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এক সাংবাদিক ৷ আর উত্তরে লজ্জায় লাল হলেন বিজয় ৷
'দাহাড়' ওয়েব সিরিজের টিজার মুক্তির দিনে বিজয়কে তমন্নার নাম করে বন্ধুত্বপূর্ণ খোঁচা দিয়েছিলেন অভিনেতা গুলশন দেভাইয়া ৷ সম্প্রতি একটি ইভেন্টে বিজয়কে এই নিয়েই প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ গুলশনও হাজির ছিলেন 'দাহাড়' সিরিজের এই প্রমোশনাল ইভেন্টে ৷ একটু দূরেই বসেছিলেন তিনি ৷ প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে যান বিজয় ৷ তারপর ব্য়ঙ্গের ছলেই তিনি গুলশনকে বলেন, "মানুষ কিন্তু তোমায় দোষ দিচ্ছে !"