পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ট্রল হওয়ার ভয় পেয়েছিলাম', 'মেরি ক্রিসমাস' মুক্তির আগে বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন বিজয়

Vijay Sethupathi in Bollywood: দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবিতে অভিনেতা বিজয় সেতুপথির জার্নি অনবদ্য ৷ ফর্জি বা জওয়ান ছবিতে তাঁর অভিনয় মোহিত করেছে চলচ্চিত্রপ্রেমীদের ৷ এবার তিনি হিন্দির ছবির মুখ্যচরিত্রে ৷ মুক্তির অপেক্ষায় 'মেরি ক্রিসমাস' ৷ বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

Etv Bharat
বলিউডি জার্নি নিয়ে মুখ খুললেন বিজয় সেতুপথি

By PTI

Published : Jan 7, 2024, 7:23 PM IST

মুম্বই, 7 জানুয়ারি: সিনেমা কখনও ভাষায় আবদ্ধ থাকে না, সিনেমা একটা আবেগ ৷ যে আবেগে উত্তর-দক্ষিণ ভেসে যেতে পারেন সিনেপ্রেমীরা ৷ দক্ষিণ ভারতের অনেক ছবিতে যেমন বলিউড তারকারা ভাগ্য নির্ণয় করেছেন তেমনই বলিউডের ছবিতে অনেক দক্ষিণী তারকা জায়গা করে নিয়েছেন পাকাপাকি ৷ হেমা মালিনী, প্রয়াত শ্রীদেবী থেকে শুরু করে আর.মাধবন, রজনীকান্ত থেকে কমল হাসান প্রত্যেকে নিজ নিজ অভিনয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৷ সেইরকম তালিকায় নতুন সংযোজন বিজয় সেতুপথি ৷ ওয়েব সিরিজ 'ফরজি', 'জওয়ান'-এর মতো হিট ছবিতে অনবদ্য তাঁর অভিনয় ৷ এবার মুক্তির অপেক্ষায় 'মেরি ক্রিসমাস' ৷ কীভাবে শুরু হয়েছে দক্ষিণী তারকার বলিউড জার্নি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে সেই সব কিছু ৷

2023 সালে সন্তোষ সিবানের ছবি মুম্বইকার ছবির হাত ধরে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখেন বিজয় ৷ তারপর করেন সাইলেন্ট ফিচার গান্ধি টকস ৷ সাক্ষাৎকারে বিজয় বলেন, "এটা আশীবার্দা ছাড়া আর কিছু নয় ৷ আমি এতটা ভালোবাসা পাব আশা করিনি ৷ আমার ভাষাগত সমস্যা নিয়ে চিন্তায় ছিলাম ৷ যখন আমার কাছে এই দুটি ছবির প্রস্তাব আসে, মনে হয়েছিল, এখানে খুব বেশি ছবি করা আমার দ্বার হবে না ৷ তাই হ্যাঁ বলে দিয়েছিলাম ৷ তারপর ফর্জি ও জওয়ান ছবির প্রস্তাব আসে আমার কাছে ৷ আমি এই ভালোবাসার জন্য সত্যিই কৃতজ্ঞ ৷"

এর আগে বিজয় সেতুপথির একাধিক ছবি যেমন 'পিজ্জা', '96', 'বিক্রম বেধা', 'মাস্টার' ও মালয়লম ছবি 'সুপার ডিলাক্স'-এর মতো ছবি হিন্দি ভাষায় দেখেছেন দর্শক ৷ তবে যখন অভিনেতা স্বয়ং বলিউড ছবিতে কাজ করা শুরু করলেন তখন তিনি সমলোচনা হতে পারেন নিজের ভাষা নিয়ে, এই ভেবে আতঙ্কিত ছিলেন ৷ তিনি বলেন, "আমি ভেবেছিলাম দর্শক আমার হিন্দির জন্য ট্রলড করবে ৷ আমার মনে আছে 'ফরজি' সিরিজের পরিচালক চেস্টাকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে দর্শককে পছন্দ করবে? তিনি আমাকে বলেছিলেন, দর্শক ট্রলড নয়, ভালোবাসবে ৷ তাঁরা আমার গালি পছন্দ করবে ৷ একবার দর্শক তোমার সঙ্গে সংযোগ করতে পারলে, ভালোবাসা ছাড়া আর কিছু পাবে না ৷"

চলতি মাসে মুক্তির অপেক্ষায় শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ৷ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে মুখ্যচরিত্রে দেখা যাবে বিজয়কে ৷ 12 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এর আগে পরিচালক 'এক হাসিন থি', 'বদলাপুর', 'অন্ধাধুন'-এর মতো মিস্ট্রি ছবি উপহার দিয়েছেন দর্শককে ৷ ফলে এমন পরিচালকের কাছ থেকে ছবির প্রস্তাব পেয়ে আপ্লুত হন বিজয় ৷ তিনি বলেন, "সাত বছর আগে আমার এক বন্ধু এক হাসিন থি ছবির ডিভিডি দিয়েছিল দেখার জন্য ৷ আমার ছবিটা ভীষণ ভালো লাগে ৷ এরপর আমি বদলাপুর দেখি ৷ আমার মনে হয় তামিল ভাষাতেও এই ছবিটা বানানো উচিত ৷ যেখানে আমি নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রে অভিনয় করব ৷"

বিজয় আরও বলেন, "এরপর মেলবোর্নে আমার পরিচয় হয় রাঘবনের সঙ্গে ৷ আমি অন্ধাধুনও দেখি ৷ কিন্তু কখনও ভাবিনি পরিচালক আমাকে নিয়ে ছবি বানানোর কথা ভাববেন ৷ আমার জীবনের সেরা অভিজ্ঞতা হয়েছে এই ছবির শুটিং করার সময় ৷ আমি এই ছবির বক্সঅফিস নিয়ে ভাবিনি ৷ আমি পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম ৷ সেই স্বপ্ন পূরণ হয়েছে ৷" উল্লেখ্য, 'মেরি ক্রিসমাস' ছবিতে অ্যালবার্ট চরিত্রে দেখা যাবে বিজয়কে ৷ ইতিমধ্যই ছবির ট্রেলার দর্শক মনে কৌতুহল তৈরিক করেছে ৷ কেমন হয় এই ছবির ভাগ্য, তা মুক্তির পরেই জানা যাবে ৷

আরও পড়ুন:

1. 'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

2.ফিরছেন আইআরএস অফিসার অময় পট্টনায়েক, আসছে অজয়ের 'রেইড 2'

3.নেত্রী থেকে অভিনেত্রী, মুক্তি পেল রাজন্যা হালদার অভিনীত ছবির ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details