হায়দরাবাদ, 18 অগস্ট: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা এবং দালকের সলমনের বন্ধুত্বের কথা কারও অজানা নয় ৷ এ বার যখন সামনেই মুক্তি পেতে চলেছে তাঁদের ফিল্ম কিং অফ কোথা এবং কুশি, তখন একে-অপরের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাঁরা যৌথভাবে নিজেদের দুটি ফিল্মেরই প্রচার সারলেন ৷
তাঁদের খোলামেলা কথোপকথের একটি ভিডিয়ো সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ৷ সেখানে তাঁরা তাঁদের ফিল্ম নিয়ে একে-অপরের সঙ্গে আলোচনা করেছেন এবং একে-অপরকে শুভেচ্ছা জানাতে গিয়ে পরস্পরের প্রশংসা করেছেন ৷ তাঁদের প্রাণবন্ত আলাপচারিতার সময় বিজয় মজা করে লাইগারের কথা তুলে ধরেন, যদিও তিনি চতুরভাবে চলচ্চিত্রের নামটি স্পষ্টভাবে উল্লেখ করেননি ।
বিজয় কথোপকথনে বলেন, দলকের একটি রোমান্টিক গল্প (সীতা রামম) থেকে একটি অ্যাকশন-প্যাকড ফিল্মে (কিং অফ কোথা) নিজের রূপান্তর ঘটাচ্ছেন । জবাবে, দলকের হাসতে হাতসে বলেন, বিজয় একটি অ্যাকশন ফিল্ম (লাইগার) থেকে রোমান্টিক গল্পে (কুশি) স্থানান্তরিত হয়ে বিপরীত পথ নিচ্ছেন বলে মনে হচ্ছে ।