পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Liger New Poster : একগুচ্ছ গোলাপে গোপনাঙ্গ ঢাকলেন দেবেরাকোন্ডা! 'লাইগার'-এর পোস্টার ঘিরে হইচই নেটপাড়ায় - লাইগারএর নতুন পোস্টারে বিজয় দেবেরাকোন্ডা দেখা গেল একেবারে নগ্নভাবে

দক্ষিণী সুপারস্টার নতুন ছবি 'লাইগার'-এর পোস্টারে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেল একেবারে নগ্নভাবে ৷ গোপনাঙ্গ ঢাকার জন্য কেবল হাতে রয়েছে একগুচ্ছ গোলাপ ৷ তাঁর এই সাহসী লুক দেখে যে ভয়ানক চমকেছে নেটপাড়া তা বলাই বাহুল্য (Vijay Deverakonda nude poster) ৷

Liger New Poster
একগুচ্ছ গোলাপে গোপনাঙ্গ ঢাকলেন দেবেরাকোন্ডা

By

Published : Jul 2, 2022, 7:24 PM IST

হায়দরাবাদ :পিকে ছবিতেগোপনাঙ্গ ঢাকতে আমির খান ব্যবহার করেছিলেন রেডিয়ো, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল নেটপাড়ায় ৷ বলিউডের আত্মপ্রকাশে এবার মিস্টার পারফেকশনিস্টকেই যেন অনুসরণ করলেন বিজয় দেবেরাকোন্ডা ৷ প্রথম হিন্দি ছবি 'লাইগার'-এর পোস্টারে নগ্নরূপে ধরা দিলেন দক্ষিণী সুপারস্টার ৷ যদিও শালীনতা বজায় রেখে গোপনাঙ্গ ঢাকতে জন্য একগুচ্ছ গোলাপ ব্যবহার করলেন 'অর্জুন রেড্ডি' ৷ তাঁর নতুন লুকে হতচকিত নেটপাড়া ৷ যদিও সাহসী পোস্টার দেখে দেবেরাকোন্ডাকে বাহবাই জানাচ্ছে নেটাগরিকরা (Vijay Deverakonda nude poster)৷

'লাইগার'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন তিনি ৷ পোস্টারে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, 'শালা ক্রসব্রিড' অর্থাৎ ইঙ্গিত যে কোন দিকে তা বুঝতে বাকি থাকে না ৷ তবে প্যান ইন্ডিয়ান ছবি হিসেবেই মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টারের এই ছবি ৷ হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালম- পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ধর্ম প্রোডাকশনের এই ছবি ৷ অপুরী জগন্নাথ পরিচালিত এই ছবিতে দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করছেন রামাকৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি প্রমুখ।

আরও পড়ুন :সুইজারল্যান্ডের পর এবার ইতালির রোম্যান্টিক ছবি শেয়ার শাহিদ মীরার

পরিচালকের প্রোডাকশন হাউস পুরি কানেক্টস-সহ চার্মে কৌরের সহ-প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেবেরাকোন্ডার সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অনন্যা পান্ডেও ৷ 25 আগস্ট আসতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details