হায়দরাবাদ, 10 ডিসেম্বর: ফিটনেসের দিকে থেকে বরাবরাই সোশাল মিডিয়ায় ঝড় তোলেন অভিনেতা বিদ্যুৎ জামাল ৷ শরীর ও মনকে নিয়ন্ত্রণ করার নানা কৌশল ভালোভাবেই রপ্ত করেছেন বিদ্যুৎ, যা তাঁর নানা ভিডিয়ো থেকে বোঝাই যায় ৷ এবার নিজের জন্মদিনে আদিম যুগে ফিরলেন 'কম্যান্ডো' ৷ প্রকৃতি মায়ের কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সঁপে দিলেন 'জংলী' অভিনেতা ৷
রবিবার 43তম জন্মদিনে বিদ্যুৎ তিনটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে আধুনিক জীবন থেকে অনেক দূরে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হলেন তিনি ৷ ছবিতে দেখা গিয়েছে, পরনে এক বর্ণ সুতোও নেই অভিনেতার ৷ তিনি জঙ্গলের মধ্যে হিমালয়ের পাদদেশে ঠান্ডা জলে স্নান করছেন ৷ গাছের নীচে বসে কাঠের জ্বালে রান্না করছেন ৷ পোস্টে অভিনেতা লিখেছেন, "হিমালয়ের কাছে আমি নিজেকে উৎসর্গ করলাম ৷ এখানে ঈশ্বরের বাস ৷ 14 বছর আগে আমি এটা শুরু করেছিলাম ৷ আমি বুঝতেও পারিনি, আমার জীবনে অন্যতম অঙ্গ হয়ে দাঁড়াবে এটা ৷ প্রত্যেক বছর জন্মদিনে আমি 7-10 দিন এইভাবে একলা কাটাই ৷"
তিনি আরও বলেন, "বিলাসিতা ও আনন্দের জীবন থেকে সরে এসে নিজেকে খোঁজা, আমি কে ? প্রকৃতি আমাকে যা দিচ্ছে তার থেকে শিক্ষা নেওয়া আমি কে? আমি আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে সবচেয়ে আরামে থাকি ৷ আমি প্রকৃতির স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে নিজেকে মেলে ধরি ৷ নিজেকে স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা হিসাবে কল্পনা করি ৷ তাই প্রকৃতি যে সুখ এবং ভালবাসা দেয় নিঃস্বার্থভাবে তাই গ্রহণ করি ৷"
'খুদা হাফিজ' অভিনেতা আরও লেখেন, "এখানেই এমন শক্তি তৈরি করি যা সারাক্ষণ আমাকে ঘিরে রাখে ৷ সেই শক্তি নিয়েই বাড়ি ফিরতে চাই ৷ আমার জীবনের একটি নতুন অধ্যায় অনুভব করার জন্য প্রস্তুত - এটা সবসময় আমার কাছে পুনর্জন্ম। এছাড়াও ভাগ করে নিতে চাই যে এই নির্জনতা মনের জন্য অকল্পনীয়, তবে সচেতনতা বাড়লেই এই অভিজ্ঞতা সম্ভব ৷ এখন আমি তৈরি আমার পরবর্তী ছবির জন্য ৷ ক্র্যাক 2024 সালের 23 ফেব্রুয়ারি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷"