হায়দরাবাদ, 22 জুন:'শকুন্তলা দেবী'র পর আবার এক নতুন অবতারে পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী বিদ্য়া বালন ৷ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে 'নিয়ত' ৷ পরিচালক অনু মেননের হাত ধরে এবার সামনে আসছে এক নতুন ধরনের থ্রিলার ৷ বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ মঙ্গলবারই ছবির চরিত্রদের লুক সামনে এনেছিলেন নির্মাতারা ৷
ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালন, রাহুল বোস, রাম কাপুর, নিকি ওয়ালিয়া, দীনেশ রাজভির মতো আরও অনেকেই ৷ ছবির গল্প শুরু হয় একটি খুনকে কেন্দ্র করে ৷ গল্পের অন্যতম প্রধান চরিত্রে এ কে-র জন্মদিনে হাজির হয়েছে তার বন্ধুবান্ধব এবং অতিথিরা ৷ এরই মাঝে বিজনেজ টাইকুন এ কে-কে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ি থেকে বেশকিছুটা দূরে ৷ কে খুন করল তাকে ? তার এই অতিথিদেরই কেউ কি সুযোগ বুঝে খুন করলেন নেপথ্যে আছেন অন্য কেউ ?
এই অবস্থা এন্ট্রি হয় সিবিআই অফিসার মীরা ৷ এই চরিত্রেই দেখা যাবে বিদ্যা বালনকে ৷ বিদ্যার লুকও এখানে তাঁর অন্য় চরিত্রগুলির থেকে একেবারে আলাদা ৷ এখানে তাঁর চরিত্রের ববকাট চুল, পরনে আভিজাত্যপূর্ণ পোশাক আর বয়সও কম ৷ আদতে গত বেশ কয়েকটি প্রজেক্টেই বিদ্য়াকে দেখা গিয়েছে শক্তিশালী চরিত্রে ৷ তা সে শকুন্তলা দেবীই হন কিংবা স্লিক বা বিদ্যা বাগচী ৷ আবারও এই ধরনেরই একটি চরিত্রে দেখা যাবে তাঁকে ৷
আরও পড়ুন:'সিঙ্গেল ডিজিট'-এ নামল 'আদিপুরুষ' ছবির আয়! কমল টিকিটের দামও
অন্যদিকে, রাহুল ছবিতে অভিনয় করবেন জিমি মিস্ত্রীর চরিত্রে ৷ তাঁদের বেশ কয়েকজনের উপরেই রয়েছে প্রধান সন্দেহ ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 7 জুলাই ৷ 'নিয়ত'-এর প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা ৷ ছবির গল্প লিখেছেন অনু মেনন, অদ্বৈত কালা এবং গীরবানি ধ্যানী ৷ সংলাপ লিখেছেন কৌসর মুনীর ৷