পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বির্তকের আঁধার পেরিয়ে ফের বড় পর্দায় ইলিয়ানা, পাশে দাঁড়ালেন বিদ্যা বালন - বিদ্যা বালন

Do Aur Do Pyaar Movie: ছোট্ট বিরতির পর বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান ৷ মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছেন তিনি ৷ সঙ্গে রয়েছেন ইলিয়ানা ডি'ক্রুজও ৷ মুক্তি পেল ছবির মোশন পোস্টার ৷

Etv Bharat
মুক্তি পেল 'দো অউর দো প্যায়ার' ছবির মোশন পোস্টার

By PTI

Published : Jan 18, 2024, 1:02 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: চার বছর আগে বড়পর্দায় শেষবার দেখা গিয়েছিল বিদ্যা বালানকে ৷ তারপর তিনি কাজ করে গিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেই ৷ এবার শীর্ষা গুহঠাকুরতা পরিচালনায় 'শেরনি' অভিনেত্রী ফিরছেন রূপোলি পর্দায় ৷ সোশাল মিডিয়ায় মুক্তি পেল 'দো অউর দো প্যায়ার' ছবির মোশন পোস্টার ৷

প্রযোজনা সংস্থা অ্যাপ্লজ সোশালের তরফে পোস্টে লেখা হয়েছে, " এই সিজনে ভালোবাসা আপনাদের অবাক করবে, কনফিউজ করবে আবার ভালালোগাবে ৷ দো অউর দো প্যায়ার মুক্তি পেতে চলেছে চলতি বছর 29 মার্চ ৷" মুখ্যচরিত্রে রয়েছেন বিদ্যা বালান, ইলিয়ান ডি'ক্রুজ, প্রতীক গান্ধি ও সেনধিল রামামূর্তি ৷ পোস্টারে দেখা গিয়েছে বিদ্যা জড়িয়ে ধরেছেন সেনধিল রামামূর্তিকে ও ইলিয়ানা জড়িয়ে রয়েছেন প্রতীককে ৷ সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

এই ছবির হাত ধরেই বড়পর্দায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হতে চলেছে শীর্ষারও ৷ এর আগে বিদ্যা একটি মজাদার পোস্ট করে তার পরবর্তী ছবির কথা জানিয়েছিলেন ৷ তিনি লিখেছিলেন, "দো অউর দো মিলেঙ্গে, প্যায়ার কে রাজ খেলেঙ্গে ৷" এর আগে বিদ্যাকে দেখা গিয়েছে অনু মেনন পরিচালত নিয়ত ছবিতে ৷ এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ৷ তার আগে মুক্তি পায় 2022 সালে শেফালি শাহের সঙ্গে 'জলসা' ও 2021 সালে 'শেরনি' ৷ প্রতিটি ছবি ওটিটি প্ল্যাটফর্মে আসে ও দর্শকমহলে জনপ্রিয়তা পায় ৷ 2020 সালে বড় পর্দায় মুক্তি পায় বিদ্যা বালানের 'শকুন্তলা দেবী' ৷

অন্যদিকে, 'বরফি' খ্যাত অভিনেত্রী ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে 2021 সালে 'দ্য বিগ বুল' ছবিতে ৷ অভিষেক বচ্চনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ৷ তবে তিনি বেশি চর্চায় থেকেছেন সন্তান জন্মের পোস্ট ঘিরে ৷ পিতৃপরিচয় ধোঁয়াশা রেখেই নিজের বেবি বাম্প সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন ৷ তারপর থেকেই শুরু হয় জোর চর্চা ৷ 2023 সালের পয়লা অগস্ট ছেলে কোয়া ফোনেক্স ডোলানের জন্ম দেন তিনি ৷ ছেলে ও হাবি মাইকেল ডোলানের ছবি প্রকাশ্যে আসেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details