হায়দরাবাদ, 22 মে: ছবির প্রোমোশনে গিয়ে পুরো গ্রামের মানুষের মন জয় করে নিয়েছেন ভিকি কৌশল ও সারা আলি খান । আর সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । 'জরা হটকে জরা বাঁচকে' ছবির প্রোমোশনের গিয়ে রাজস্থানের খাবার ও সেখানকার বাসিন্দাদের প্রেমে পড়েছেন এই দুই বলিউডি তারকা। মাটির এত কাছাকাছি তারকাদের দেখে আপ্লুত অনুরাগীরাও ।
জুনে মুক্তি পেতে চলেছে লক্ষণ উতেকর পরিচালিত 'জরা হটকে জরা বাঁচকে' । এর আগে পরিচালক 'লুকা ছুপি' বা 'মিমি'র মতো জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । এবার তিনি পর্দায় হাজির করেছেন সারা ও ভিকিকে । জোর কদমে চলছে ছবির প্রোমোশন । আর এই প্রমোশনের কারণেই ভিকি ও সারা রবিবার পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে । সেখানে একটি পরিবারের প্রায় 170 জন সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন বলি তারকারা । ছবিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল রাজস্থানের চিরাচরিত কালারফুল পাগড়ি পরে রয়েছেন । অন্যদিকে, সারা আলি খানকে দেখা গিয়েছে দেশি অবতারে ।
ছবির পাশাপাশি একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি কৌশল । ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সারা ও ভিকি অনেক মহিলাদের সঙ্গে বসে রয়েছেন । চাটুতে তৈরি হচ্ছে রুটি । এরপর একটি বাটিতে করে রুটি ও ভাজা খেতে দেওয়া হয়েছিল বলি তারকাদের । সেটা খানও তাঁরা । খাওয়ার পর কেমন লেগেছে সেই অনুভূতিও শেয়ার করেছেন দুজনে ।