পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vicky as Sambhaji Maharaj: ছত্রপতি সাম্ভাজির চরিত্রে এবার ভিকি কৌশল - ভিকি কৌশলের নতুন ছবি

এবার ছত্রপতি সাম্ভাজির চরিত্রে অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল ৷ লক্ষণ উটেকর পরিচালিত এই ছবির শুটিং শুরু হতে চলেছে অগস্ট মাসে (Vicky Kaushal to play Chhatrapati Sambhaji Maharaj) ৷

Etv Bharat
এবার ছত্রপতি সাম্ভাজির চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল

By

Published : Jan 24, 2023, 4:00 PM IST

মুম্বই, 24 জানুয়ারি: বলিউড তারকা ভিকি কৌশল এবার অভিনয় করতে চলেছেন ছত্রপতি সাম্ভাজির চরিত্রে (Vicky Kaushal to play Chhatrapati Sambhaji Maharaj)৷ এর আগে বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ পরিচালক মেঘনা গুলজারের ছবিতেই তিনি অভিনয় করতে চলেছেন শাম বাহাদুরের চরিত্রে ৷ 'মিমি' ছবির পরিচালক লক্ষণ ইতিমধ্য়েই ভিকি এবং সারা আলি খানকে নিয়ে একটি রোম্যান্টিক কমেডি ছবির শুটিং শেষ করেছেন ৷ এবার ভিকিকে সঙ্গে নিয়েই তিনি বানাতে চলেছেন একটি ঐতিহাসিক ছবি (Film on Chhatrapati Sambhaji Maharaj)৷

ছত্রপতি সাম্ভাজি মহারাজ হলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র (Vicky Kaushal as Chhatrapati Sambhaji Maharaj)৷ এই চরিত্রের জন্য় কেন ভিকির কথা মনে হল তাঁর ? এই বিষয়ে লক্ষণের বক্তব্য,"তাঁর ব্যক্তিত্ব, উচ্চতা এবং শারীরিক গঠন ছত্রপতি সম্ভাজি মহারাজের সঙ্গে মিলে যায় । আর সঙ্গে তিনি দুর্দান্ত একজন অভিনেতা ৷ আমরা কোনও লুকও টেস্ট করিনি ৷ আমরা নিশ্চিত ছিলাম এই চরিত্রের জন্য ওকেই চাই (Vicky Kaushal upcoming films)৷"

লক্ষণ জানান, বড় পর্দায় শিবাজী মহারাজের জীবন নিয়ে কম কাজ হয়নি ৷ সকলেই জানেন তাঁর সম্পর্কে ৷ কিন্তু সাম্ভাজি কত বড় পরিচালক ছিলেন তা সেভাবে আলোচিত হয়নি ৷ তাঁর কথায়,"আমরা ছত্রপতি শিবাজী মহারাজের উপর অনেকগুলি ছবি দেখেছি ৷ কিন্তু কেউ জানেন না যে ছত্রপতি সাম্ভাজি মহারাজ কত বড় যোদ্ধা ছিলেন ৷ মারাঠা সাম্রাজ্যের প্রতি তাঁর অবদান কতখানি তা কমই তুলে ধরা হয়েছে ৷"

আরও পড়ুন:গান্ধি গডসে ট্রেলার দেখে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিচালক রাজকুমার

ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে ৷ আগামী অগস্ট-সেপ্টেম্বরে শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস ৷ শিবাজী পুত্রের চরিত্রে অভিনয় করার পাশাপাশি আরও বেশ কয়েকটি ছবিতে এবার দেখা যাবে ভিকিকে ৷ একদিকে যেমন তিনি অভিনয় করবেন শাম বাহাদুর মানেকশ চরিত্রে তেমনই সারার সঙ্গে একটি রোম্যান্টিক কমেডিও মুক্তির জন্য় প্রস্তুত ৷ জানা গিয়েছে, এপ্রিলেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details