মুম্বই, 24 জানুয়ারি: বলিউড তারকা ভিকি কৌশল এবার অভিনয় করতে চলেছেন ছত্রপতি সাম্ভাজির চরিত্রে (Vicky Kaushal to play Chhatrapati Sambhaji Maharaj)৷ এর আগে বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ পরিচালক মেঘনা গুলজারের ছবিতেই তিনি অভিনয় করতে চলেছেন শাম বাহাদুরের চরিত্রে ৷ 'মিমি' ছবির পরিচালক লক্ষণ ইতিমধ্য়েই ভিকি এবং সারা আলি খানকে নিয়ে একটি রোম্যান্টিক কমেডি ছবির শুটিং শেষ করেছেন ৷ এবার ভিকিকে সঙ্গে নিয়েই তিনি বানাতে চলেছেন একটি ঐতিহাসিক ছবি (Film on Chhatrapati Sambhaji Maharaj)৷
ছত্রপতি সাম্ভাজি মহারাজ হলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র (Vicky Kaushal as Chhatrapati Sambhaji Maharaj)৷ এই চরিত্রের জন্য় কেন ভিকির কথা মনে হল তাঁর ? এই বিষয়ে লক্ষণের বক্তব্য,"তাঁর ব্যক্তিত্ব, উচ্চতা এবং শারীরিক গঠন ছত্রপতি সম্ভাজি মহারাজের সঙ্গে মিলে যায় । আর সঙ্গে তিনি দুর্দান্ত একজন অভিনেতা ৷ আমরা কোনও লুকও টেস্ট করিনি ৷ আমরা নিশ্চিত ছিলাম এই চরিত্রের জন্য ওকেই চাই (Vicky Kaushal upcoming films)৷"