মুম্বই, 21 সেপ্টেম্বর:মুম্বইয়ের গণেশ চতুর্থীর উৎসবের কথা বললে শুরুতেই মনে পড়ে 'লালবাগ চা রাজা'-র কথা ৷ শুধু সাধারণ মানুষ নন এই বিশালকায় গণপতির মূর্তি একবার দর্শন করতে ছুটে আসেন সেলেবরাও ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ ইতিমধ্যেই 'লালবাগ চা রাজা'-র দরবারে দেখা গিয়েছে একাধিক বলিউড সেলেবকে ৷ তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, পুলকিত সম্রাাট, বরুণ শর্মা থেকে শুরু করে আরও অনেকেই ৷ আর এবার গণপতি বাপ্পাকে দর্শন করার জন্য লালবাগে হাজির হলেন অভিনেতা ভিকি কৌশল ৷
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর পুজো দেওয়ার ভিডিয়ো ৷ ভিডিয়োটিতে দেখা যায় ভিকির পরণে রয়েছে সবুজ কুর্তা ৷ তিনি এদিন প্রথমেই মাথা ঠেকান সিদ্ধিদাতার পায়ে ৷ তারপর আয়োজকদের সঙ্গেও কথা বলেন ৷ দেড় মিনিটের এই ছোট্ট ভিডিয়ো ভিকির সঙ্গে কারা ছিলেন তা খুব ভালো করে বোঝা যায়নি ৷
ভিকি এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র প্রচার নিয়ে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে একজন ভজন গায়ক হিসেবে ৷ চরিত্রের নামও ভজন কুমার ৷ এলাকায় বেশ জনপ্রিয়তাও রয়েছে তার ৷ যদিও মুশকিলটা হল এই পেশাই তার প্রেমে বড় বাধা ৷ এভাবেই কাটছিল দিন ৷ হঠাৎ একটি উড়োচিঠি সবকিছু পালটে দেয় ৷ এতদিন পর্যন্ত ভজন কুমার জানত সে পণ্ডিত বাড়ির সন্তান ৷ কিন্তু এই চিঠি থেকে সে জানতে পারে আসলে তার জন্ম নাকি মুসলিম বাড়িতে ৷ বোঝাই যায় এই ছবির হাত ধরে সর্ব ধর্ম সমন্বয়ের একটি বার্তা পৌঁছে দিতে চলেছেন নির্মাতারা ৷
আরও পড়ুন:চিনতে পারছেন বলিউডের এই ভাই বোনকে?
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ তবে তার আগে 'লালবাগ চা রাজা'-র কাছে ছবির সাফল্য কামনা করে পুজো দিলেন অভিনেতা ভিকি ৷ এর আগে তাঁর শেষ ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' বেশ ভালোই সাফল্য পেয়েছিল বক্স অফিসে ৷ আর তাই এই ছবি নিয়েও আশায় দিন গুনছেন নির্মাতারা ৷