মুম্বই, 15 জুলাই: বলিউডের তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে চর্চা নতুন নয় ৷ এবার মুম্বই বিমানবন্দরে ফের একবার একসঙ্গে ক্যামেরাবন্দি ভি-ক্যাট ৷ সম্প্রতি আমেরিকা থেকে প্রায় 15 দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরেছিলেন তারকা জুটি ৷ শনিবার আরও একবার তাঁদের দেখা গেল ছুটির মেজাজে ৷ ক্যাটরিনার জন্মদিনের ঠিক আগে তাঁদের আবার দেখা গেল মুম্বই বিমান বন্দরে ৷ তারকা দম্পতি কোথায় রওনা দিলেন তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে তাঁদের এয়ারপোর্ট লুক আবারও নজর কাড়ল অনুরাগীদের ৷
পাপারাৎজিদের ক্য়ামেরায় রোম্যান্টিক মেজাজেই ধরা পড়লেন ভি-ক্যাট ৷ দু'জনে হাতে হাত রেখেই পোজ দেন অনুরাগীদের ৷ ক্যাটরিনার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের রাফেল টপ ৷ আর সঙ্গে ছিল রিপড ডেনিম জিনস এবং মানানসই সানগ্লাস ৷ অন্য়দিকে, ভিকির পরনে ছিল নীল ট্র্যাক প্যান্ট আর সাদা টি-শার্ট ৷ এর সঙ্গে কালো হুডি আর মাথায় স্টাইলিশ টুপি যে তাঁর লুকটিকে আরও স্পোর্টি আর আকর্ষণীয় করে তুলেছে তা বলাই বাহুল্য ৷ ভিকির চোখেও এদিন ছিল কালো সানগ্লাস ৷ পায়ে সাদা স্নিকার্স ৷