হায়দরাবাদ, 1 এপ্রিল : গ্রীষ্ম তার দাপট বাড়াতে শুরু করেছে ধীরে ধীরে ৷ সমুদ্রের নীল জলে ছুটি কাটানোর জন্য এটা যে আদর্শ সময় তা বলাই বাহুল্য ৷ বলি তারকাদেরও অনেকেই ছুটি কাটানোর জন্য এসময় বেছে নিয়েছেন সমুদ্রকে ৷ সানি লিওন, মৌনি রায়, সোফি চৌধুরীর অনেকেই এখন রয়েছেন বিচ ভ্যাকেশনে ৷ এই তালিকায় রয়েছে বলিউডের আরও দুই ব্যস্ত তারকার নাম ৷
নবদম্পতি ভি ক্যাটও এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নীল জল আর পাহাড়ের মাঝে(V Kat Vacation Pics) ৷ বৃহস্পতিবার তাঁদের একাধিক ছবিও শেয়ার করছেন বলিউডের এই কপোত কপোতী ৷ দু‘জনেরই কেউই অবশ্য জানাননি জায়গাটির নামটি ঠিক কী ৷ ফের একবার সামনে এল তাঁদের ছুটি কাটানোর কিছু ঝলক ৷ যার একটিতে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির এই তারকাকে দেখা গেল খালি গায়ে নীল জলের ধারে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ ভিকির ঠিক সামনেই রাখা আছে একটি বোট ৷