হায়দরাবাদ, 29 ডিসেম্বর:বছর শেষ হয়নি এখনও ৷ তার আগে ফের এক বড় আঘাত দিয়ে গেল 2022 ৷ সিনে অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে চলে গেলেন প্রযোজক নীতিন মনমোহন ৷ গত কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়(Veteran filmmaker Nitin Manmohan passes away) ৷
সূত্রের খবর অনুযায়ী, 3 ডিসেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা ৷ তারপরে অবিলম্বে তাঁকে কোকিলা ধিরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় । অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু সকলের সব পরিশ্রম ব্যার্থ হয়ে গেল বৃহস্পতিবার (filmmaker Nitin Manmohan death)৷