পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Filmmaker K Viswanath Passes Away: প্রয়াত প্রবীণ তেলুগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ - চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ

কিংবদন্তি পরিচালক কে বিশ্বনাথের জীবনাবসান (Veteran Filmmaker K Viswanath) ৷ কে বিশ্বনাথ শুধু তেলুগু সিনেমায় নয়, তামিল এবং হিন্দি ছবিতেও একটি বিশিষ্ট নাম। পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক শুক্রবার হায়দরাবাদে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 92 ৷ বয়সজনিত সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি ৷

Filmmaker K Viswanath Passes Away
প্রবীণ তেলেগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ

By

Published : Feb 3, 2023, 7:31 AM IST

Updated : Feb 3, 2023, 11:51 AM IST

তেলেগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ শ্রদ্ধাজ্ঞাপন

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: প্রয়াত কিংবদন্তি তেলুগু চলচ্চিত্র নির্মাতা কে.বিশ্বনাথ (K Viswanath Passes Away) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে তাঁর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ পাঁচবারের জাতীয় পুরস্কার প্রাপক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন তিনি ৷ কে বিশ্বনাথ শুধু তেলুগু সিনেমায় নয়, তামিল এবং হিন্দি ছবিতেও একটি বিশিষ্ট নাম।

তিনি বর্ণপ্রথা, অস্পৃশ্যতা, লিঙ্গ বৈষম্য, যৌতুক এবং আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মতো থিম নিয়ে 50টিরও বেশি তেলুগু এবং হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চেল্লেলি কাপুরম, কালাম মারিন্দি, সারদা, ও সীতা কথা জীবন জ্যোতি, সিরি সিরি মুভভা, শঙ্করাভরণম, সপ্তপদী, সাগর সঙ্গমম, স্বাথি মুথ্যম, শ্রুথিলায়লু, স্বর্ণকমলম, সূত্রধরুলু, আপদবন্ধুভুডু, সারবাম, সারবাম, স্বাগতম, স্বাথী মুথিয়াম, শ্রুথিলায়লু। কামচোর, শুভ কামনা, ঈশ্বর ও ধনওয়ান। 2010 সালে বিশ্বনাথের শেষ পরিচালক শুভপ্রদাম।

কে বিশ্বনাথ পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এছাড়াও তাঁর কৃতিত্বের জন্য বেশ কয়েকটি নন্দী পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে। বিশ্বনাথ 1992 সালে পদ্মশ্রী এবং 2017 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হন। বিশ্বনাথ মাদ্রাজের বৌহিনী স্টুডিওর অডিওগ্রাফার হিসেবে তাঁর কর্মজীবন শুরু। একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে অল্প সময়ের পর, তিনি চলচ্চিত্র নির্মাতা আদুর্তি সুব্বা রাও-এর অধীনে তাঁর চলচ্চিত্র নির্মাণের কেরিয়ার শুরু করেন এবং শেষ পর্যন্ত 1951 সালের তেলুগু চলচ্চিত্র পাঠালা ভৈরবীতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

আরও পডুন:প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পরিমল দে

বিশ্বনাথ 1965 সালের চলচ্চিত্র আত্মা গৌরবম দিয়ে তাঁর পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন ৷ যা রাজ্য নন্দী পুরস্কার জিতেছিল। তিনি পুরষ্কার বিজয়ী ক্লাসিক 'শঙ্করাভরণম' দিয়ে একজন বিখ্যাত পরিচালক হয়ে ওঠেন, যা এখনও তাঁর সেরা কাজগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। ছবিটি দু'টি ভিন্ন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে কর্ণাটক সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে ব্যবধান সম্পর্কে কথা বলে। শঙ্করভরণম চারটি জাতীয় পুরস্কার জিতেছেন। এটি পরে হিন্দিতে বিশ্বনাথ পরিচালিত সুর সঙ্গম নামে পুনঃনির্মাণ করা হয়। পরিচালকের শেষ চলচ্চিত্র ছিল 2010 সালের তেলুগু চলচ্চিত্র শুভপ্রদাম যেটি আল্লারি নরেশ এবং মঞ্জরি ফাডনিস অভিনীত।

Last Updated : Feb 3, 2023, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details