কলকাতা, 21 জুন : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তরুণ মজুমদার। কিডনিজনিত সমস্যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক (Veteran Director Tarun Majumdar admitted to SSKM hospital) ৷ প্রাথমিকভাবে পরিচালকের করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর ৷ প্রথম অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলেও সোমবার অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সঙ্কটজনক তরুণ মজুমদার ৷
দীর্ঘ দু'দশকের বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ সবমিলিয়ে খ্যাতনামা পরিচালকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সিনে অনুরাগীরা ৷ তরুণ মজুমদারের জন্য ইতিমধ্যেই হাসপাতালের তরফে 5 সদস্যের চিকিৎসকের একটি কমিটি গড়া হয়েছে ৷ যে কমিটিতে রয়েছেন চিকিৎসক সোমনাথ কুন্ডু, সৌমিত্র ঘোষ, সরোজ মণ্ডল, বিমান রায় ৷ তবে মূলত নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীর তত্ত্বাবধানেই রয়েছেন বর্ষীয়ান পরিচালক ৷