পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Death of Kalyani Kazi: 'যেদিন লব বিদায়...' প্রয়াত বিদ্রোহী কবির পুত্রবধূ কল্যাণী কাজী - Death of Kalyani Kazi

প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ৷ তাঁর প্রয়াণে শোকাস্তব্ধ শিল্পী মহল থেকে রাজনৈতিক মহল ৷

Death of Kalyani Kazi
প্রয়াত বিদ্রোহী কবির পুত্রবধূ কল্যানী কাজী

By

Published : May 12, 2023, 11:33 AM IST

Updated : May 12, 2023, 12:47 PM IST

কলকাতা, 12 মে:প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী কল্যাণী কাজী ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর ৷ আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষমেশ এই অসম যুদ্ধে হারতে হলপ তাঁকে। আরেকটি পরিচয় তিনি কাজী নজরুল ইসলামের ছোট ছেলের স্ত্রী । অর্থাৎ কাজী অনিরুদ্ধ ইসলামের স্ত্রী ৷ কল্যাণীর নজরুল গীতি আজও কানে বাজে অনুরাগীদের ৷ তাই এই শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত জগৎ ৷ শোক জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মাত্র 18 বছর বয়সে তাঁর বিয়ে হয় কাজী অনিরুদ্ধর সঙ্গে ৷ সেই সূত্র ধরে পেয়েছেন নজরুলের সান্নিধ্যও ৷ তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ ঘটেছিল শিল্পীর ৷ তাঁর গায়কিতে বারবার সেই ছাপ ধরা পড়েছে। প্রয়াত সংগীত শিল্পীকে 'সঙ্গীত মহাসম্মান'-এও সম্মানিত করে রাজ্য সরকার ৷ এছাড়াও জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই ব্লাড ক্যানসারের সমস্যায় ভুগছিলেন ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘ লড়াই চলে ৷ তবে শেষ রক্ষা হল না ৷ চলে গেলেন এই বিশিষ্ট নজরুল গীতি শিল্পী ৷ তাঁর ছাত্রছাত্রীরা সকলেই শোকাহত তাঁর প্রয়াণে ৷ দুই পুত্র এবং এক কন্য়াকে রেখে গেলেন কল্যানী ৷ জানা গিয়েছে মেয়ে বিদেশ থেকে ফেরার পর আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷

এছাড়া পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম আকাদেমির সদস্য়ও ছিলেন কল্যাণী ৷ তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 87 বছর। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত ।... কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।" এছাড়া রাজ্য সরকারের তথ্য় ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়েছে ৷

আরও পড়ুন:জলপাইগুড়িতে যোগ্য সম্মান পাননি, সমরেশ প্রয়াণে স্মৃতিচারণ গবেষক উমেশ শর্মার

Last Updated : May 12, 2023, 12:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details