কলকাতা, 29 এপ্রিল:অসুস্থ প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee hospitalised)৷ তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
আজ সকালে দুর্বলতা ও অনিয়ন্ত্রিত ডায়াবিটিজের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাধবী মুখোপাধ্যায় (Veteran actress Madhabi Mukherjee hospitalised)৷ এ ছাড়াও তাঁর রক্তাপ্লতার সমস্যাও দীর্ঘদিনের ৷ ডাক্তাররা জানিয়েছেন, তাঁকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে ৷ তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷
অভিনেত্রীর বয়স বর্তমানে 80 বছর ৷ শুক্রবার আচমকা তিনি অসুস্থ বোধ করায় তাঁর বয়সের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেওয়া হয়নি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
আরও পড়ুন:বানপ্রস্থে যাওয়ার সময়ে ঘরবন্দি আছি : মাধবী মুখোপাধ্যায়
হাসপাতালের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর ডা. রূপালী বসু একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিনেত্রীর চিকিৎসায় ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ৷ ডাক্তারদের এই দল প্রতিনিয়ত মাধবী মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের উপর কড়া নজর রাখছে ৷ তাঁর বিভিন্ন রিপোর্ট দেখার পর চিকিৎসকরা ঠিক করবেন যে, কোন পথে তাঁর চিকিৎসা এগোবে ৷