পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vikram Gokhale in Hospital: 'বাবা বেঁচে আছেন, প্রার্থনা করুন', মৃত্যুর গুজবে সরব বিক্রম কন্যা - Vikram Gokhale in Hospital

গত 15 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মারাঠি তথা হিন্দি ছবির বিখ্য়াত অভিনেতা বিক্রম গোখলে ৷ বিক্রম কন্যা স্পষ্ট জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে জীবিত এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে( Vikram Gokhale family refutes death rumours) ।

Vikram Gokhale in Hospital
'বাবা বেঁচে আছেন, প্রার্থণা করুণ', মৃত্যুর গুজবে সরব বিক্রম কন্যা

By

Published : Nov 24, 2022, 11:05 AM IST

Updated : Nov 24, 2022, 11:52 AM IST

মুম্বই, 24 নভেম্বর:গত 15 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মারাঠি তথা হিন্দি ছবির বিখ্য়াত অভিনেতা বিক্রম গোখলে ৷ এখনও তাঁর পরিস্থিতি বেশ আশঙ্কাজনক ৷ পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা ৷ 23 নভেম্বর রাতে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই সংবাদটি একেবারেই গুজব ৷ পরিবারের তরফে স্পষ্টতই এর প্রতিবাদ করা হয়েছে ( Vikram Gokhale family refutes death rumours)৷

বিক্রম কন্যা স্পষ্ট বলেন, 'বাবা জীবিত এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে (Vikram Gokhale in Hospital ) । তাঁর জন্য প্রার্থনা করুন ৷' একইসঙ্গে বিক্রম গোখলের স্ত্রীও জানিয়েছেন তাঁর স্বামীর জন্য় চিকিৎসকরা যথা সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ বার্ধক্যজনিত সমস্য়ার কারণেই গত কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ 77 বছর বয়সি এই অভিনেতার অবস্থা বর্তমানে বেশ সঙ্কটজনক( Vikram Gokhale death rumours) ৷

প্রায় 23 বছর ধরে ছোট পর্দায় কাজ করছেন বিক্রম ৷ 1990 সালে টিভি শো 'ক্ষিতিজ ইয়ে নাহি'-এর হাত ধরে তিনি টিভির জগতে পা রাখেন ৷ এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন 'কুছ খোয়া কুছ পায়া', 'সঞ্জিবনী', 'বিরুদ্ধ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা ৷ তাঁর বড় পর্দায় আগমন অবশ্য় এর বেশকিছুদিন আগে ৷ অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন অভিনীত 'পারওয়ানা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি । সালটা ছিল 1971 ৷

আরও পড়ুন:হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার কমল হাসান

তাঁকে দেখা গিয়েছে বেশকিছু সুপারহিট হিন্দি ছবিতে ৷ এর মধ্যে রয়েছে সালমান খান এবং ঐশ্বর্য রাই অভিনীত সুপারহিট ছবি 'হাম দিল দে চুকে সনম', অক্ষয় কুমার অভিনীত হিট ছবি 'ভুল ভুলাইয়া', 'মিশন মঙ্গল' এবং 'দে দানা দান' ৷ তাঁকে শেষ দেখা গিয়েছিল 'নিকমা' (2022) ছবিতে। 2010 সালে মারাঠি ছবি 'অনুমতি'-র জন্য জাতীয় পুরস্কারও পান অভিনেতা ৷

Last Updated : Nov 24, 2022, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details