পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shubhamoy Chatterjee Dies : দিনের শেষে ঘুমের দেশে... চলে গেলেন পর্দার 'পঙ্কজ' শুভময় - Tolly Actor Shubhamoy Chatterjee

'মহালয়া' ছবিতে পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে তাঁর অভিনয় সর্বমহলে প্রশংসিত । ওই একটা কাজের জন্যই শুভময় চট্টোপাধ্যায়কে সহজে ভুলতে পারবেন না দর্শক ৷ মঙ্গলবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি (Tolly Actor Shubhamoy Chatterjee) ৷

(Tolly Actor Shubhamoy Chatterjee)
দিনের শেষে ঘুমের দেশে... চলে গেলেন পর্দার পঙ্কজ শুভময়

By

Published : Jun 14, 2022, 12:51 PM IST

কলকাতা, 14 জুন :'মহালয়া' ছবিতে পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে তাঁর অভিনয় সর্বমহলে প্রশংসিত । ওই একটা কাজের জন্যই শুভময় চট্টোপাধ্যায়কে সহজে ভুলতে পারবেন না দর্শক ৷ আরও অসংখ্য় ছবিতে পার্শ্ব-চরিত্রে নিজেকে উজার করে দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ৷ মঙ্গলবার সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন তিনি ৷ কয়েকদিন আগেই জিৎ-এর প্রযোজনা সংস্থা 'গ্রাসরুট এন্টারটেনমেন্ট' প্রযোজিত এবং হিন্দোল চক্রবর্তী পরিচালিত ছোট ছবি 'হরে কৃষ্ণ'-তেও মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি (Tolly Actor Shubhamoy Chatterjee) ৷

কীভাবে তাঁর মৃত্যু হল তা অবশ্য় এখনও সামনে আসেনি ৷ তাঁকে একদিকে যেমন অভিনয় করতে দেখা যেত একাধিক কমেডি চরিত্রে, তেমনই সিরিয়াস চরিত্রেও তিনি ঠিক কতটা সাবলীল তা তাঁর অভিনীত 'মহালয়া' ছবির পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রটি দেখলেই বোঝা যায় ৷ এই বর্ষীয়ান অভিনেতা ধারাবাহিকে বহুদিন অভিনয় করেছেন একাধিক নেগেটিভ চরিত্রে ৷ খলনায়ক বা তাঁর সহকারী হিসাবে একাধিকবার পর্দায় দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন : জন্মদিনে স্ত্রী কিরণকে শুভেচ্ছা, পুরোনো স্মৃতিতে মজলেন অনুপম

একুশের কান ফিল্ম ফেস্টিভ্যালে শুভময় অভিনীত ‘হরে কৃষ্ণ’ সেরার শিরোপা জিতেছিল । তাঁর মৃত্যুতে শোকে মূহ্য়মান সিনেপ্রেমীরা ৷ তাঁর অমলিন হাসি, সাবলীল অভিনয় স্মৃতিতে থেকে যাবে অনেকেরই ৷

ABOUT THE AUTHOR

...view details