হায়দরাবাদ, 14 জুন: বিজয় দেবেরকোন্ডা এবং মৃণাল ঠাকুরের আসন্ন তেলুগু ফিল্মের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল মঙ্গলবার । দিল রাজুর ব্যানার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস প্রযোজিত পরশুরাম পেটলা পরিচালিত আসন্ন চলচ্চিত্রটির মহরতে ছিল তারকার হাট ৷ নির্মাতারা চলচ্চিত্রটির মহরতের কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছে ৷ অস্থায়ী ভাবে এর নাম রাখা হয়েছে ভিডি13 ।
ভিডি 13-এর নির্মাতারা ছবির মহরতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ৷ সেখানে ছবির অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন । সোশাল মিডিয়ায় নির্মাতারা ভিডি 13 লঞ্চ ইভেন্টের একাধিক ছবি শেয়ার করেছেন । মৃণালও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির লঞ্চের দুরন্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ।
সীতা রামমের অভিনেতা বলেছেন যে, তিনি বিজয় এবং শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত । ভিডি13-এর মহরত অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে মৃণাল লিখেছেন, "একটি খুব উত্তেজনাপূর্ণ যাত্রার প্রথম ধাপ...প্রথমবার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের সঙ্গে কাজ করছি এবং দেবেরকোন্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত । শুটিং শুরু হওয়ার জন্য অপেক্ষায় আছি ।"