হায়দরাবাদ, 2 নভেম্বর: পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে চার হাত এক হয়েছে অভিনেতা বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠীর ৷ ইতালির তাস্কানির বোরগো সান ফেলিস হোটেলে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড ওয়েডিং ৷ উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, পবন কল্যাণ, অল্লু অর্জুন এবং রাম চরণ ৷ সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই নিমেষে তা ভাইরাল হয়েছে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷
বিশেষ এই দিনে লাবণ্য পরেছিলেন লাল রঙের কাঞ্জিভরম শাড়ি ৷ মাথার ভেলটিও ছিল নজরকাড়া ৷ যাতে লেখা ছিল বরুণলাভ ৷ সঙ্গে মানানসই কুন্দনের জুয়েলারি ৷ অন্যদিকে, বরুণ পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি, যাতে সোনালি জরির কাজ ৷ সেটিও ডিজাইন করেছেন মণীশ মলহোত্রা ৷ হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ বিয়ের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বরুণ ৷
ইতালির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে নতুন জীবনে যাত্রা শুরু করেছেন বরুণ-লাবণ্য ৷ একাধিক ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "আমার ভালোবাসা ৷" ভালোবাসার মুহূর্তের সেই সব ছবি অনুরাগীদের মনমুগ্ধ করেছে ৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই ৷