পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Varun Janhvi Film Bawaal: জাহ্নবী-বরুণের ছবির তারিখ বদল, কবে আসছে 'বাওয়াল'? - Varun Janhvi Bawaal

জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ান অভিনীত 'বাওয়াল' ছবির মুক্তির তারিখ বদল ৷ 6 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি (Varun Janhvi Bawaal New Release Date) ৷

Varun Janhvi Bawaal
বাওয়াল ছবির মুক্তির তারিখ বদল

By

Published : Mar 22, 2023, 1:43 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ:বদলে গেল জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ানের নতুন ছবি 'বাওয়াল'-এর মুক্তির দিন ৷ এই ছবির জন্য় বহুদিন ধরেই অপেক্ষায় রয়েছেন জাহ্নবী-বরুণের অনুরাগীরা ৷ বুধবার ছবি মুক্তির নতুন তারিখ সোশাল মিডিয়ায় ঘোষণা করলেন নির্মাতারা ৷ নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিটির পর্দায় আসার কথা ছিল আগামী 7 এপ্রিল ৷ তবে এবার বদলে গেল সেই দিনক্ষণ (Varun Janhvi Bawaal New Release Date ) ৷

নাদিওয়ালা প্রোডাকশন হাউসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এদিন একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'বাওয়াল-এর হাত ধরে আবার ফিরছে জাতীয় পুরস্কার জয়ী সাজিদ নাদিওয়ালা এবং নীতিশ তিওয়ারি জুটি ৷ তাঁদের এই মহাকাব্যিক সৃষ্টি পর্দায় আসছে আগামী 6 অক্টোবর ৷' এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন জাহ্নবী-বরুণ ৷

আমস্টারডাম, পোল্যান্ড-সহ কয়েকটি দেশেই শ্য়ুটিং হয়েছে এই ছবির ৷ 'বাওয়াল' ছবির শ্য়ুটিং শুরু হয়েছিল গতবছর এপ্রিল মাসে ৷ উত্তরপ্রদেশের লখনউ শহর থেকে শুরু হয়েছিল ছবির কাজ ৷ কেন পিছিয়ে গেল এই ছবির মুক্তির দিনক্ষণ ? সূত্রের খবর , ভিএফএক্সের কিছু কাজ এখনও বাকি থেকে গিয়েছে ৷ আর সেই কারণেই নির্মাতারা তারিখ বদল করতে বাধ্য় হলেন ৷ যদিও নির্মাতারা সেকথা জানাননি ৷

বরুণ এবং জাহ্নবী দু'জনের হাতেই অবশ্য় এই মুহূর্তে আরও একাধিক কাজ রয়েছে ৷ ভেড়িয়া স্টার বরুণ ধাওয়ানকে আগামীতে পর্দায় দেখা যাবে হলিউডি ওয়েব সিরিজ 'সিটাডেল'-এর হিন্দি ভার্সানে ৷ এই হিন্দি সিরিজটি তৈরি করতে চলেছেন রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকে ৷ এই রহস্য় রোমাঞ্চে মাখা সিরিজে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকেও ৷

অন্যদিকে জাহ্নবী কাপুরের হাতেও রয়েছে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ৷ তাঁকে এরপর পর্দায় দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ৷ করণ জোহর পরিচালিত এই স্পোর্টস ড্রামার নাম 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷ তবে তার আগে অনুরাগীরা নিশ্চয় বরুণ এবং জাহ্নবী কেমিস্ট্রি কেমন জমে তা জানার জন্য় মুখিয়ে থাকবেন ৷

আরও পড়ুন:ভূমিকম্পে কাশ্মীরে শ্যুটিং, কেমন আছেন নায়ক বিজয়ের টিম ?

ABOUT THE AUTHOR

...view details