মুম্বই, 18 জুন : কেমন রয়েছেন বর্ষীয়ান পরিচালক ডেভিড ধাওয়ান ? এবার এই নিয়ে মুখ খুললেন ছেলে বরুণ ৷ গতসপ্তাহে অসুস্থতার কারণে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডেভিডকে, ছেলে বরুণ তখন দেশের বাইরে ৷ নতুন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ৷ তবে দেশে ফিরে নতুন ছবির প্রচারের ব্যস্ততা থাকলেও বাবাকে সময় দেওয়ার বিষয়ে কোনও খামতি রাখছেন না অভিনেতা ৷
সংবাদমাধ্যমের সঙ্গে কথপোকথনে বরুণ জানিয়েছেন, তাঁর বাবা প্রায় একসপ্তাহ হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছেন (Varun Dhawan on David Dhawan Hospitalization) ৷ বাবা হাসপাতালে থাকাকালীন একমুহূর্তও কাজ করা তাঁর পক্ষে ঠিক কতখানি কঠিন ছিল তা জানাতে গিয়ে তিনি বলেন, "বাবা ভাল না থাকলে কাজ করে যাওয়া সত্যিই কঠিন ৷ কিন্তু আমার বাবা সবসময় চান, আমি যেন আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করি । তিনি এখন বাড়িতে, সুস্থ হয়ে উঠছেন ।"