পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bawaal Teaser: বিশ্বযুদ্ধের দিনগুলিতে প্রেম ! মুক্তি পেল বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির টিজার

মুক্তি পেল বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুরের রোম্যান্টিক ড্রামা 'বাওয়াল'-এর টিজার ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 21 জুলাই ৷

Bawaal teaser
মুক্তি পেল বরুণ জাহ্নবীর বাওয়াল ছবির টিজার

By

Published : Jul 5, 2023, 5:26 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই: রোম্যান্টিক ড্রামা 'বাওয়াল' নিয়ে এখন রীতিমতো চর্চায় বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর ৷ বুধবার সামনে এল বহু প্রতীক্ষিত এই ছবির টিজার ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি এই রোম্যান্টিক কাহিনি ৷ ছবির বেশির ভাগ শুটিংই হয়েছে ইউরোপে ৷ ছবির হাত ধরে ইউরোপ ট্যুর যে দর্শকের উপরি পাওনা হতে চলেছে তা বলাই বাহুল্য ৷

টিজারের মূল আকর্ষণ অবশ্যই বরুণ এবং জাহ্নবীর রোম্যান্টিক কেমিস্ট্রি ৷ ভালোবাসা, দ্বন্দ্ব, হাসি আর কান্না মিলিয়ে তৈরি এই কাহিনি ৷ প্রেমকে বোঝা ঠিক কতখানি জটিল সেটাই তুলে ধরা হয়েছে এই গল্পে ৷ বরুণ বুধবার টিজারটি শেয়ার করে লিখেছেন, "প্রেম কখনও সহজে আসে না ৷ কিছু বাওয়াল-এর জন্য তাই প্রস্তুত থাকতেই হবে ৷"

নীতিশ তিওয়ারির এই ছবি ওটিটিতে সরাসরি মুক্তি পেতে চলেছে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির আর্থস্কাই পিকচার্স ৷ কয়েকদিন আগেই নির্মাতারা জানিয়েছেন সরাসরি ওটিটি-তে আগামী 21 জুলাই মুক্তি পাবে 'বাওয়াল'৷ নীতিশের হাত ধরে এর আগে 'দঙ্গল' এবং 'ছিঁচোড়ে'র মতো ছবি উপহার পেয়েছেন অনুরাগীরা ৷ তাই আগামিদিনেও তাঁকে নিয়ে প্রত্যাশা যে তুঙ্গে থাকবে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন:সার্জারির গুজবের পর মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি শাহরুখ

বরুণ ধাওয়ান এর আগে ভেড়িয়া ছবির হাত ধরে যথেষ্ট সাফল্য পেয়েছেন বক্স অফিসে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'সিটাডেল' সিরিজের ভারতীয় ভার্সানে ৷ এই সিরিজে তিনি অভিনয় করবেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'ভিডি18' ছবির কাজও ৷ অন্য়দিকে জাহ্নবী কাপুরের হাতে আগামীতে রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার'-এর মতো স্পোর্টস ড্রামা ৷ এছাড়া জুনিয়র এনটিআরের সঙ্গেও স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details