মুম্বই, 19 জুলাই: আগামী 21 জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'বাওয়াল'। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না নির্মাতারা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে জাহ্নবীর কানে কামড়ে ধরেছেন বরুণ। সেই ছবি দেখেই অভিনেতাকে কটাক্ষের শিকার হতে হল নেটপাড়ায় ৷ মুক্তির আগেই বিতর্কের অভিনেতা বরুণ ধাওয়ান।
মঙ্গলবার, বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কপুরের আসন্ন সিনেমা 'বাওয়াল'-এর প্রচারেই ছবিগুলি পোস্ট করা হয়েছে ৷ ফটোশুটে দুই অভিনেতাকেই কালো রঙের পোশাক পরে দেখা গিয়েছে। তবে বিপত্তি বেঁধেছে বরুণ জাহ্নবীর কান কামড়ানোয় ৷ নেটিজেনরা ঘটনায় বরুণ ধাওয়ানের উপর চটে গিয়ে লিখেছেন, "যেভাবে তিনি মহিলা সহ-অভিনেত্রীদের প্রতি স্পর্শকাতর হয়ে যান এবং এই সমস্ত শালীনতার সীমা লঙ্ঘন করেন, তা একেবারেই হাস্যকর।" অন্য একজন লিখেছেন, "একজন বিবাহিত পুরুষের জন্য এটি করা সত্যিই ভয়ংকর।" কেউ আবার মন্তব্য করেছেন, "এখানেই জাহ্নবীর চড় মারা উচিত ছিল।" কারও মতে, "এই লোকটার কোনও সীমারেখা নেই। কোথায় থামতে হয় জানে না। অত্যন্ত হাস্যকর ব্যবহার। নিজের কোনও সম্মান নেই।"