কলকাতা, 3 সেপ্টেম্বর: 1969 সালে চেন্নাইয়ের এক নাইট ক্লাবে গানের কেরিয়ার শুরু করেন ঊষা উত্থুপ (Usha Uthup At Trincas)। এরপর ওই বছরেই কলকাতায় এসে ট্রিঙ্কাস-এর নাইট ক্লাবে গান গাওয়া শুরু করেন তিনি । নিমেষেই ছড়িয়ে পড়ে তাঁর নাম । ধীরে ধীরে খ্যাতির চূড়ায় ওঠেন । আর তারই মধ্যে কলকাতার একজন হয়ে ওঠেন ঊষা উত্থুপ (Kacher Manush Song Launch)।
কলকাতা তাঁকে দিদি বলেই জানে, মানে এবং ভালোবাসে। তিনি কপালে 'ক' লিখে রাখেন সবসময় । কলকাতা ঘিরে তাঁর আবেগের অন্ত নেই । এই কলকাতাতেই নিজের স্বামীর সঙ্গে প্রথম আলাপ তাঁর। ট্রিঙ্কাসে তখন কে না আসতেন? জ্যোতি বসু থেকে শুরু করে অমিতাভ বচ্চন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শর্মিলা ঠাকুর সকলেই । 'কাছের মানুষ'-এর গান প্রকাশ অনুষ্ঠানে এসে এঁদের সকলকে নিয়েই আবেগে ভাসেন তিনি (Usha Uthup Song in Kacher Manush )। উঠে আসে ক্যাবারে ডান্সার মিস শেফালির কথাও ।
1969 সালে ট্রিঙ্কাসে এসে গান গেয়েছিলেন ঊষা উত্থুপ পপ কুইন এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা জন্মসূত্রে কলকাতার মানুষ । আমি নিজের ইচ্ছায় কলকাতার মানুষ । কলকাতা আমার প্রাণের শহর ।"দেব প্রযোজিত 'কাছের মানুষ' ছবির গান প্রকাশে এসে এদিন সেদিনের সেই পুরনো মেজাজে ফিরে গেলেন গায়িকা । 'কাছের মানুষ'-এর 'চুম্বক মন' গানটি গেয়ে সকলের মনে ঝড় তোলেন সকলের প্রিয় ঊষা দিদি । সঙ্গী ছিলেন তাঁর পুরনো সতীর্থ যন্ত্রসঙ্গীত শিল্পী সওকত । দুজনের মেলবন্ধনে এদিনের সন্ধ্যা হয়ে ওঠে এক কথায় মন্ত্রমুখর(Usha Uthup New Song) ।
1969 সালে ট্রিঙ্কাসে এসে গান গেয়েছিলেন ঊষা উত্থুপ আরও পড়ুন:গান নয়, দেবের ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন 'পপ কুইন' ঊষা উত্থুপ
শিল্পী বলেন, "আমি এখনও মাঝে মাঝেই আসি এখানে । এই জায়গাটা আমাকে কী দেয়নি ! যশ, খ্যাতি, সম্পর্ক সব পেয়েছি এই ট্রিঙ্কাসে এসে । কত বড় বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি আমি । কলকাতা আমাকে ভালোবাসে আমি কলকাতাকে প্রাণ দিয়ে ভালোবাসি । দেবের ছবিতে গান গাইলাম । যে গানে কলকাতার নানা জায়গার দৃশ্য উঠে আসবে । দেব, ঈশা, নীলের (সঙ্গীত পরিচালক) সঙ্গে আমি চুম্বকের মতো লেগে থাকতে চাই । ওরা আমার কাছের মানুষ ।" দেবও এদিন ঊষা উত্থুপকে 'কাছের মানুষ' বলে আখ্যা দেন ।